Tuesday 04 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম বন্দরে ২ বিদেশি জাহাজের সংঘর্ষ

স্টাফ করেসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৫ ১৯:৪০

চট্টগ্রাম বন্দর। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে দুই বিদেশি জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে মধ্য আমেরিকার দেশ বেলিজের পতাকাবাহী এমটি আরহাইন নামে একটি ট্যাংকার জাহাজের সঙ্গে পানামার পতাকাবাহী ইয়ং ইউয়ে-১১ নামে একটি কনটেইনারবাহী জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এমটি আরহাইনের নোঙর ক্যাবলের সঙ্গে ইয়ং ইউয়ে-১১ এর প্রোপেলার (জাহাজের পেছনের ফ্যান) আটকে যায়। এতে কনটেইনারবাহী জাহাজটির ইঞ্জিন বন্ধ হয়ে যায়।

বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক সারাবাংলাকে জানান, ট্যাংকার জাহাজটি নোঙর করা অবস্থায় ছিল। কনটেইনারবাহী জাহাজের সঙ্গে সংঘর্ষ হলে ট্যাংকারটির নোঙরের ক্যাবলের সঙ্গে অপরটির প্রোপেলার আটকে যায়। ঘটনার পরপরই ক্ষতিগ্রস্থ জাহাজকে উদ্ধার করতে কান্ডারী ১০, কান্ডারী ৪, বি এল ভি লুসাই এবং পাইলেট ভেসেল নামে চারটি শক্তিশালী টাগবোট পাঠানো হয়।

বিকেল সাড়ে চারটার দিকে কনটেইনারবাহী জাহাজটির প্রোপেলারে থেকে আটকে থাকা ক্যাবল ছাড়িয়ে সেটাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

সারাবাংলা/আইসি/এইচআই

ইয়ং ইউয়ে-১১ এমটি আরহাইন চট্টগ্রাম বন্দর জাহাজের সংঘর্ষ