খুলনায় সিএনজিচালক-হকারদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়া
ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৪ মার্চ ২০২৫ ২৩:০২
৪ মার্চ ২০২৫ ২৩:০২
খুলনা: খুলনায় সিএনজিচালক ও হকারদের মধ্যে ধাওয়া-পালটা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ মার্চ) রাতে নগরীর ডাকবাংলা মোড়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষে দু’পক্ষের বেশ কয়েক জন আহত হয়েছে।
জানাগেছে, ডাকবাংলো মোড় সিএনজি স্ট্যান্ডে যাত্রী তোলাকে কেন্দ্র করে সিএনজিচালক এবং অটোচালকের কথা কাটাকাটির মাঝে এক হকার অটোচালকের পক্ষে সিএনজির চালককে ধাক্কা দেয়। পরবর্তীতে সিএনজিচালকরা ঐ হকারকে মারধর করে। হকার শ্রমিককে আঘাত করার ইস্যুকে কেন্দ্র করে হকার শ্রমিক এবং সিএনজি স্ট্যান্ড শ্রমিকদের মধ্যে সংঘর্ষ বাঁধে। উক্ত সংঘর্ষকে কেন্দ্র করে হকাররা সিএনজি চালকদের গাড়ি ভাঙচুর করে।
খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনির উল গিয়াস জানান, বর্তমানে সিএনজি স্ট্যান্ড এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।
সারাবাংলা/এইচআই