চ্যাম্পিয়নস লিগ
মাদ্রিদ ডার্বি জিতে কোয়ার্টারে এক পা রিয়ালের
৫ মার্চ ২০২৫ ০৪:৪৭ | আপডেট: ৫ মার্চ ২০২৫ ১২:০১
গ্রুপ পর্বের বাধা পেরোতে প্লে-অফ খেলতে হয়েছিল তাদের। ম্যানচেস্টার সিটিকে উড়িয়ে দিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা রিয়াল মাদ্রিদের সামনে প্রতিপক্ষ ছিল দারুণ ফর্মে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ১৬ এর প্রথম লেগে শেষ হাসি হেসেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরাই। রদ্রিগো ও দিয়াজের গোলে ২-১ ব্যবধানে মাদ্রিদ ডার্বি জিতে কোয়ার্টার ফাইনালের পথে একধাপ এগিয়ে গেল রিয়াল।
নিজেদের মাঠে ম্যাচের মাত্র ৪ মিনিটের মাথায় লিড নেয় রিয়াল। ভালভার্দের অ্যাসিস্টে দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন রদ্রিগো। হাফ টাইমের আগেই অবশ্য ম্যাচে ফিরেছে অ্যাটলেটিকো। ৩২ মিনিটের মাথায় ম্যাচে সমতা ফেরান হুলিয়ান আলভারেজ। গালানের বাড়ানো বলে চোখ ধাঁধানো এক শটে অ্যাটলেটিকো শিবিরে স্বস্তি ফেরান এই আর্জেন্টাইন। ১-১ এ সমতা নিয়েই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরুতেই রিয়ালের লিড ফেরত আনেন ব্রাহিম দিয়াজ। ৫৫ মিনিটে মেন্ডির অ্যাসিস্টে গোল করে বার্নাব্যুতে আনন্দে ভাসান দিয়াজ। ম্যাচের শেষভাগে সমতা ফেরানোর অনেক চেষ্টা করেও সফল হতে পারেনি অ্যাটলেটিকো। ৯১ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন কিলিয়ান এমবাপে।
শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল। ১৩ মার্চ অ্যাটলেটিকোর মাঠে দ্বিতীয় লেগে মাঠে নামবে দুই দল।
রাতের অন্য ম্যাচে পিএসভি আইন্দহোভেনকে তাদের মাঠেই ৭-১ গোলে বিধ্বস্ত করেছে আর্সেনাল। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বে প্রতিপক্ষের মাঠে এই প্রথম কোনো দল ৭ গোলের দেখা পেল। ক্লাব ব্রুজকে ৩-১ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলা। বরুশিয়া ডর্টমুন্ড ও লিলের ম্যাচ শেষ হয়েছে ১-১ গোলের ড্রয়ে। এই ৬ দল দ্বিতীয় লেগের ম্যাচে মাঠে নামবে ১৩ মার্চ রাতে।
সারাবাংলা/এফএম