পঞ্চগড়ে ভ্রাম্যমাণ অভিযানে গুড়িয়ে দেওয়া হলো ২ ইটভাটা
৫ মার্চ ২০২৫ ০৯:০৩ | আপডেট: ৫ মার্চ ২০২৫ ০৯:০৬
পঞ্চগড়: পঞ্চগড়ে দেবীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুটি ইটভাটা গুড়িয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) সকাল সাড়ে ১১ থেকে দুপুর ২টা ৩০ পর্যন্ত জেলার দেবীগঞ্জ উপজেলার মেসার্স কে এস বি ব্রিকস ও মেসার্স এম এস বি ব্রিকস নামের দুটি ইট ভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে মঙ্গলবার দুপুরে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দুটি ইটভাটা ভাঙা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৪(চার) লংঘন করে জেলা প্রশাসকের লাইসেন্স গ্রহণ ব্যতিত ইট প্রস্তুত করার অপরাধে ইটভাটার আগুন নিভিয়ে এক্সকেভেটরের সাহায্যে ভেঙে দেওয়া হয়। এ অভিযানে বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করা হয়।। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদফতরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী।
এ অভিযানে সহযোগিতা করেন সময় দেবীগঞ্জ থানার পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পল্লী বিদুৎ ও গ্রাম পুলিশের একদল চৌকস সদস্য।
পরিবেশ অধিদফতরের পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইউসুফ আলী বলেন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে দেবীগঞ্জের দুটি ইটভাটাকে এক্সকেভেটর দ্বারা ভেঙে দেওয়া হয়েছে। এ ভ্রাম্যমান আদালতে আগামীতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
সারাবাংলা/এমপি