চ্যাম্পিয়নস ট্রফি
ভারতকে ফাইনালে তুলে রোহিতের ইতিহাস
৫ মার্চ ২০২৫ ০৯:১৭
দুবাইতে চ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে ভারত। পুরো টুর্নামেন্টে দাপটের সাথে খেলা ভারতকে ফাইনালে তুলে নতুন এক রেকর্ড গড়েছেন অধিনায়ক রোহিত শর্মা। ক্রিকেট ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে সব আইসিসি টুর্নামেন্টের ফাইনালে ওঠার বিরল কীর্তি গড়লেন রোহিত।
রোহিতের অধীনে এর আগে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। একই বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। দুই ফাইনালেই অবশ্য অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারত।
২০২৪ সালে রোহিতের নেতৃত্বে টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। সেবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা উঁচিয়ে তোলেন রোহিত। বাজে ফর্মের কারণে এবার চ্যাম্পিয়নস ট্রফিতে তার দলে থাকা ও নেতৃত্ব দেওয়া নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। শেষ পর্যন্ত তাকে অধিনায়ক করেই দল ঘোষণা করে ভারত।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে ওঠা ভারত নকআউট পর্বেও দুর্দান্ত পারফর্ম করে পৌঁছে গেছে ফাইনালে। আর এতেই নতুন রেকর্ড গড়েছেন রোহিত। ক্রিকেট ইতিহাসের প্রথম অধিনায়ক হিসেবে দলকে আইসিসির সব ইভেন্টের ফাইনালে তুলেছেন রোহিত।
রোহিতের রেকর্ড গড়ার পাশাপাশি দল হিসেবে নতুন মাইলফলক ছুঁয়েছে ভারতও। প্রথম দল হিসেবে পাঁচবার চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ওঠার রেকর্ড গড়ল ভারত। এর আগে ২০০০, ২০০২, ২০১৩ ও ২০১৭ সালের ফাইনালে উঠেছিলেন তারা। অন্য কোনো দল ৩টির বেশি ফাইনাল খেলতে পারেনি।
সারাবাংলা/এফএম