Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিপক্ষের হামলায় রোহিঙ্গা নেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৫ ০৯:৩৩ | আপডেট: ৫ মার্চ ২০২৫ ১৫:৫৭

দুর্বৃত্তের হামলায় রোহিঙ্গা নেতা নিহত।

কক্সবাজার: কক্সবাজারে উখিয়ার আশ্রয় শিবিরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে রোহিঙ্গা কমিউনিটি নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার (৪ মার্চ) রাত ৯টার দিকে উখিয়া উপজেলার ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৩২ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত নুর মোহাম্মদ (৩০) উখিয়ার ২০নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৩২ ব্লকের আবু ছৈয়দের ছেলে। তিনি ক্যাম্পটির ব্যবস্থাপনায় নিয়োজিত প্রধান মাঝি (কমিউনিটি নেতা) ছিলেন।

স্থানীয়দের বরাতে সিরাজ আমীন বলেন, মঙ্গলবার রাতে উখিয়ার ২০নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এম-৩২ ব্লকের জনৈক মোজাম্মেল হকের মুদির দোকান থেকে নুর মোহাম্মদ নিজের ঘরে ফিরছিলেন। পথিমধ্যে তিনি জনৈক তৈয়বের ঘরের সামনে পৌঁছলে অন্ধকারের মধ্যে অজ্ঞাত ৪/৫ জন দূর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। রাতে তারাবীর নামাজ শেষে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিআইজি) মো. সিরাজ আমীন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের শরীরে, মুখে ও গলায় কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। গত বছর রমজান মাসেও একদল দুর্বৃত্ত নুর মোহাম্মদের ওপর হামলা চালিয়েছিল। তখন তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জেরে এ খুনের ঘটনা ঘটেছে।

তারপরও পুলিশ ঘটনার রহস্য উদঘাটনের পাশাপাশি জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারে অভিযান চালাচ্ছে বলে জানান মো. সিরাজ আমীন।

তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমপি

কক্সবাজার নিহত রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর