Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
শচীনকে ছাড়িয়ে নতুন উচ্চতায় কোহলি

স্পোর্টস ডেস্ক
৫ মার্চ ২০২৫ ১০:১২

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের নায়ক কোহলি

নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারে অনেক কিছুতেই কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে গেছেন তিনি। বিরাট কোহলি আরেকবার পেছনে ফেললেন শচীনকে। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচজয়ী ৮৪ রানের ইনিংস খেলে শচীনকে টপকে আইসিসি ওয়ানডে টুর্নামেন্টে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার নতুন রেকর্ড গড়লেন কোহলি।

টুর্নামেন্ট শুরুর আগে কোহলির ফর্ম নিয়ে উঠেছিল নানা প্রশ্ন। চ্যাম্পিয়নস ট্রফির স্কোয়াডে থাকবেন কিনা, সেটা নিয়েই ছিল গুঞ্জন। শেষ পর্যন্ত কোহলিকে নিয়েই মাঠে নেমেছে ভারত। সমালোচকদের জবাবটা অবশ্য মাঠেই দিয়েছেন কোহলি। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরির পর সেমিতেও হাফ সেঞ্চুরি পেয়েছেন কোহলি। অল্পের জন্য সেঞ্চুরি ছুঁতে না পারা কোহলির ৮৪ রানের অনবদ্য ইনিংসের সুবাদেই ফাইনালে পৌঁছে গেছে ভারত।

বিজ্ঞাপন

৮৪ রানের এই ইনিংস খেলার পথেই নতুন রেকর্ড গড়েছেন কোহলি। আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে কোহলির পঞ্চাশোর্ধ্ব ইনিংসের সংখ্যা দাঁড়াল ২৪। কোহলি এটি করেছেন ৫৩তম ইনিংসে। কোহলি ছাড়িয়ে গেছেন ৫৮ ইনিংসে ২৩টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা শচীনকে।

৪২ ইনিংসে ১৮টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা রোহিত আছেন তালিকার তৃতীয় স্থানে। ৫৬ ইনিংসে ১৭টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলা শ্রীলংকান উইকেটকিপার ব্যাটার কুমার সাঙ্গাকারা আছেন চতুর্থ স্থানে।

অজিদের বিপক্ষে গত রাতের দুর্দান্ত ইনিংসের সুবাদে ম্যাচসেরাও হয়েছেন কোহলি। আইসিসির ওয়ানডে টুর্নামেন্টে এই নিয়ে ৭ম বারের মতো ম্যাচসেরা হয়েছেন তিনি। এই তালিকায় কোহলি আছেন তৃতীয় স্থানে। ৮ বার ম্যাচসেরা হয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন ভারতের রোহিত শর্মা ও অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা। ১০ বার ম্যাচসেরা হয়ে সবার উপরে আছে শচীন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

চ্যাম্পিয়নস ট্রফি বিরাট কোহলি ভারত শচীন টেন্ডুলকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর