Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেটে সড়কে মৃত্যুর মিছিল থামছে না, ফেব্রুয়ারিতে নিহত ৩২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৫ ১৪:২৭ | আপডেট: ৫ মার্চ ২০২৫ ১৫:৩১

সিলেটে গত মাসে সড়ক দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু।

সিলেট: গোটা সিলেট বিভাগজুড়ে মৃত্যুর মিছিল থামছে না। অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ সড়ক, মহাসড়কে প্রতিদিন মৃত্যুর কোলে ঢলে পড়ছে মানুষ। এ নিয়ে ক্ষোভ বিরাজ করছে জনমনে। দুর্ঘটনা হলে ক্ষুব্ধ জনতা রাস্তায় ব্যারিকেড দেয়। প্রশাসনের আশ্বাসে পরে রাস্তা ছেড়ে দেয়। কিন্তু কার্যত কিছুই হচ্ছে না। সড়ক দুর্ঘটনা রোধে প্রশাসনের নিরব ভুমিকা এবং গা-বাঁচিয়ে চলা নীতি অবলম্বন লক্ষনীয়।

নিরাপদ সড়ক চাই (নিচসা’র) পক্ষ থেকে সিলেটে প্রতি মাসে সড়ক দুঘর্টনায় নিহত ও আহতদের পরিসংখ্যান তুলে ধরা হয়। সে হিসাবে দেখা গেছে; গত ফেব্রুয়ারিতে সিলেট বিভাগের ৩২টি সড়ক দুর্ঘটনায় ৩২জন নিহত ও ১৪৪ জন আহত হয়েছেন। চলতি বছরের জানুয়ারির তুলনায় সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা কমলেও আহতের সংখ্যা বেড়েছে দিগুণ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ মার্চ) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির দেওয়া প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে সবচেয়ে বেশি ১১ জন ছিলেন মোটরসাইকেলের চালক ও আরোহী।

বিভাগের মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে সিলেট জেলায় আর সবচেয়ে কম মৌলভীবাজার জেলায়।

প্রতিবেদন অনুযায়ী, সিলেট বিভাগে মোটরসাইকেল দুর্ঘটনায় ১১ জন, সিএনজিচালিত অটোরিকশার চালক ও আরোহী ৬ জন রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উলটে ৬টি দুর্ঘটনায় চারজন, মুখোমুখি সংঘর্ষে ১৫টি দুর্ঘটনায় ১৭ জন, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ২টি দুর্ঘটনায় দু’জন নিহত হন। একই সময়ে ১২ জন চালক নিহত হয়েছেন।

এ ছাড়া ফেব্রুয়ারি মাসে নিহত ৩২ জনের মধ্যে ২৩ জন পুরুষ, ছয়জন নারী ও তিনজন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

বিজ্ঞাপন

নিসচার প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৬ জন নিহত ও ৬৮ জন আহত হয়েছিলেন।

নিসচা সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু বিবৃতিতে বলেন, ‘পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।’

সারাবাংলা/এমপি

নিরাপদ সড়ক চাই নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর