Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
ভারতের ‘বাড়তি সুবিধা’ পাওয়ার গুঞ্জনে বিরক্ত গম্ভীর

স্পোর্টস ডেস্ক
৫ মার্চ ২০২৫ ১১:৩৩

ভারত বাড়তি সুবিধা পাচ্ছে না-দাবি গম্ভীরের

তাদের আপত্তির মুখেই বদলে গেছে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরের সবকিছু। নিরাপত্তা দোহাই দিয়ে পাকিস্তানে খেলতে না চাওয়া ভারত তাদের সব ম্যাচ খেলছে আরব আমিরাতের দুবাইয়ে। আর এতেই ভারতের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর ভারতীয় কোচ গৌতম গম্ভীর অবশ্য বলছেন, ভারত কোনো বাড়তি সুবিধা পাচ্ছে না।

হাইব্রিড পদ্ধতির চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ খেলেছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। সেমি ও ফাইনালে ভারত উঠলে সেটাও হবে একই ভেন্যুতে, নির্ধারিত ছিল আগেই। প্রথম সেমিতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালেও পৌঁছে গেছে রোহিত শর্মার দল। ভারত থাকায় লাহোরের পরিবর্তে ৯ মার্চের ফাইনালও হবে দুবাইতে।

বিজ্ঞাপন

টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি ৭ দল কমপক্ষে দুটি ভেন্যুতে খেলেছে নিজেদের ম্যাচ। বেশ কয়েকটি দলকে তো কয়েকবার যাওয়া আসা করতে হয়েছে পাকিস্তান ও আরব আমিরাতে, বদলাতে হয়েছে হোটেলও। ভারতকে এর কিছুই করতে হয়নি। নিজেদের সেমি কোথায় হবে, এই অনিশ্চয়তায় দক্ষিণ আফ্রিকাকে ২ দিনের ব্যবধানে পাকিস্তান-আরব আমিরাত-পাকিস্তান লম্বা যাত্রার ধকল নিতে হয়েছে। এসব কারণে সাবেক ক্রিকেটার তো বটেই, বর্তমান ক্রিকেটাররাও বলছেন, ভারত বাড়তি সুবিধা পাচ্ছে।

গম্ভীর অবশ্য বাড়তি সুবিধা পাওয়ার কথা একেবারেই উড়িয়ে দিলেন, ‘আমি মানুষের সমালোচনা গায়ে মাখি না। তারা কী বলল সেটা নিয়ে মাথা ঘামাই না। দুবাই আমাদের জন্যও নিরপেক্ষ ভেন্যু। আমরা এখানে এত বেশি খেলিনি। পাকিস্তানে খেলা হলেও আমরা বেশি স্পিনার নিতাম। অনেকেই বলছে ভারত বাড়তি সুবিধা পাচ্ছে। আমি এসব দেখি না। আমরা দুবাইয়ের মাঠেও অনুশীলন করিনি, আইসিসির একাডেমীকে করেছি। এখানে সঙ্গে সেখানে আকাশ পাতাল তফাৎ, ১৮০ ডিগ্রি তফাৎ।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এফএম

গৌতম গম্ভীর চ্যাম্পিয়নস ট্রফি ভারত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর