Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় কিশোর গ্যাং গ্রুপের সদস্য ‘কানা রাব্বি’ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৫ ১২:৫৮ | আপডেট: ৫ মার্চ ২০২৫ ১৫:০০

গ্রেফতার মো. রাব্বি ওরফে কানা রাব্বি।

ঢাকা: রাজধানীর পল্লবীতে কিশোর গ্যাং গ্রুপের ‘ভইরা দে’ গ্রুপের সদস্য মো. রাব্বি ওরফে কানা রাব্বিকে (২১) গ্রেফতার করেছে র‌্যাব-৪।

মঙ্গলবার দিবাগত রাতে রাব্বিকে গ্রেফতার করা হয়। বুধবার (৫ মার্চ) দুপুরে র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মো. সাইদুর রহমান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পল্লবী এলাকায় বেশ কিছু কিশোর অপরাধী চক্র সক্রিয় রয়েছে যার মধ্যে ‘ভইরা দে’ গ্রুপের ২০-২৫ জন সক্রিয় সদস্য পল্লবী থানাধীন কালশীসহ আশপাশের এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মারামারি, মাদক সেবন ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। চিহ্নিত এসব বেপরোয়া ও মাদকসেবী কিশোরদের অত্যাচারে স্থানীয় লোকজন অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে। সম্প্রতি বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও সংবাদ মাধ্যমে ‘ভইরা দে গ্রুপ’ এর উপর বেশ কিছু সংবাদ প্রকাশিত হয়। এরই ধারাবাহিকতায় গতকাল তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাব্বির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সারাবাংলা/এমএইচ/ইআ

কিশোর গ্যাং

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর