Tuesday 06 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে দুই ইরানি নাগরিককে মারধর, গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৫ ১৫:০৩ | আপডেট: ৫ মার্চ ২০২৫ ১৭:২০

ভাটারা থানা

ঢাকা: রাজধানীর বসুন্ধরা এলাকায় দুই বিদেশি নাগরিককে মারধরের ঘটনায় করা মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) দুপুরে ভাটারা থানার পরিদর্শক (তদন্ত) মো. সুজন হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বসুন্ধরার আবু সাঈদ সড়কে মারধরের শিকার হয়েছিলেন বিদেশি দুই নাগরিকসহ তিনজন। আহতদের মধ্যে দুজন ইরানের নাগরিক।

ঘটনার পর তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় জড়িত অভিযোগে দুই বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে।

ভাটারা থানা পুলিশ সূত্রে জানা যায়, পৌনে ২টার দিকে যমুনা ফিউচার পার্কের পেছনে একটি ব্যাংকে মানি এক্সচেঞ্জ করতে যান ওই দুই বিদেশি। তাদের সঙ্গে ছিলেন এক বাংলাদেশি, যিনি প্রায় দুই লাখ টাকা ওই দুই বিদেশি নাগরিককে দিচ্ছিলেন। এতে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়, কেন তিনি টাকা দিলেও কোনো বিনিময় পাচ্ছেন না। এ সময় আরেক ব্যক্তি ওই দুই বিদেশিকে ছিনতাইকারী সন্দেহে চিৎকার শুরু করেন। তখন দুই বিদেশি নাগরিক দ্রুত গাড়িতে উঠে পালানোর চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাদের আটকে মারধর করেন।

ভাটারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, তাদের চিকিৎসা দিয়ে থানায় আনা হয়েছে। মারধর করে তাদের ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। তবে কেন তাদের মারধর করা হয়েছে তা এখনো স্পষ্ট না। ব্যাংক থেকে বের হয়ে দুই বিদেশি নাগরিক যে গাড়িতে ওঠার চেষ্টা করছিলেন সেটি রেন্ট-এ-কারের। সবকিছু যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

গ্রেফতার ২ ছিনতাইকারী সন্দেহে মারধর দুই ইরানি নাগরিককে মারধর