দেশের বিভিন্ন স্থানে খুন, সন্ত্রাস ও মব সন্ত্রাসে সিপিবি’র উদ্বেগ
৫ মার্চ ২০২৫ ১৭:১১ | আপডেট: ৫ মার্চ ২০২৫ ২০:৩০
ঢাকা: দেশের বিভিন্ন স্থানে খুন, সন্ত্রাস ও মব সন্ত্রাসে তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বলেছে, জনজীবনে নিরাপত্তাহীনতা ও মব সন্ত্রাসের আতঙ্ক। সরকার এর দায় এড়াতে পারে না।
বুধবার (৫ মার্চ) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এমন ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে বলা হয়, সরকার স্বীকার না করলেও দিন দিন জনজীবনে নিরাপত্তাহীনতা বেড়েই চলেছে। মঙ্গলবার (৪ মার্চ) সরকারের একজন উপদেষ্টা বলেছেন, ‘মব জাস্টিস’ ও ‘মোরাল পুলিশিং’-এর কোনো সুযোগ এ দেশে নেই। অথচ ওইদিন রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে গুলশানের একটি বাড়িতে ন্যাক্কারজনক সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করা হয়। এর আগেও এ ধরনের অসংখ্য কর্মকাণ্ড সংগঠিত হয়েছে। এমন কী দেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত স্থাপনাও ঘোষণা দিয়ে ধ্বংস করা হয়েছে। সরকার এসব বিষয়ে এখনও পর্যন্ত কোনো দৃশ্যমান ভূমিকা নেয়নি।
বিবৃতিতে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির কারণ হলো- চোখবুঁজে ‘মব সন্ত্রাস’ চলতে দেওয়া। এদেরকে আইনের আওতায় না আনা।
বিবৃতিতে অবিলম্বে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অতীতে এ সকল কর্মকাণ্ডের সাথে জড়িত এবং এর মদদদাতাদের চিহ্নিত করে বিচারের সম্মুখীন করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।
একই সঙ্গে জনজীবনসহ জান-মালের নিরাপত্তায় সারাদশের বিবেকবান মানুষকে নিজে নিজে এলাকায় ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি মব ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান সিপিবি নেতারা।
সারাবাংলা/এএইচএইচ/আরএস