পাবনায় দুই ইটভাটায় ২ লাখ টাকা জরিমানা
৫ মার্চ ২০২৫ ১৭:২০
পাবনা: ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে পাবনায় অবৈধ দুটি ইটভাটায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে দুই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে ।
বুধবার (৫ মার্চ ) দুপুরে সদর উপজেলার দোগাছি এলাকায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন ও উপজেলা নিবার্হী কর্মকর্তার নেতৃত্বে এই ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়।
এ সময় এএমবি ব্রিকস ম্যানেজার শাহাদাত হোসেনকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে এক লাখ টাকা জরিমানা এবং বিসিবি ব্রিসক ম্যানেজার কে এক লাখ টাকা জরিমানা করা হয় ।
অভিযান পরিচালনা কালে সহকারী কমিশনার (ভূমি) বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে আমরা অভিযান পরিচালনা করে আসছি । এই সকল অবৈধ ইটভাটাগুলোতে কাঠ পুড়িয়ে ও ফসলী জমির মাটি কেটে ড্রামের চিমনি ব্যবহার করে ইট পোড়ান হচ্ছিল যা সম্পূর্ণ অবৈধ। এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
সারাবাংলা/এসডব্লিউ