Wednesday 12 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে নারীকে হত্যায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৫ ১৭:১৬ | আপডেট: ৫ মার্চ ২০২৫ ২০:৩০

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ: জেলার লৌহজং উপজেলায় এক নারীকে হত্যা করে আসামি তার শয়ন কক্ষে রেখে গুম করার চেষ্টার অভিযোগে হাবিবুর রহমান মিজিকে (৩৫) দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায় ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।

বুধবার (৫ মার্চ) দুপুরে মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ড. মো. আলমগীর এর রায় ঘোষণা করেন।

আসামি হাবিবুর রহমান মিজি টঙ্গীবাড়ী উপজেলার উত্তর কুরমিরা গ্রামের আব্দুর রাজ্জাক মিজির ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতের উপস্থিত ছিল। পরে তাকে সাজা পরোয়ানামূলে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

মামলা ও আদালত সূত্রে জানা গেছে, টঙ্গীবাড়ী উপজেলার লাখারন গ্রামের মৃত শফি উদ্দিনের মেয়ে মামলার ভিকটিম সালেহা উদ্দিন ওরফে ডলি (৩০)। তিনি মানসিকভাবে অসুস্থ ছিলেন। ২০১৮ সালের ২ মার্চ দুপুরে কাউকে না বলে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরে তাকে অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়। পরে ৭ মার্চ সংবাদপত্রের মাধ্যমে জানা গেছে, মিজি লৌহজং উপজেলার নওপাড়া গ্রামের হাজী কালাম মোল্লার বাড়িতে ভাড়া থাকে আসামি হাবিবুর রহমান। সেখানে একটি নারীর মরদেহ গোপন কক্ষে রাখা হয়েছে। সংবাদ পেয়ে ভিকটিম ডলির ভাই সেখানে গিয়ে তার বোনের ছবির সঙ্গে মরদেহের ছবির মিল পেয়েছে বলে জানতে পারে।

আরও জানা যায়, আসামি হাবিবুর রহমানকে স্থানীয় লোকজন মেয়েটির কথা জিজ্ঞাসা করলে ওই সময় তিনি বলেন পদ্মা নদীতে ভেসে আসা মরদেহটি ঘরের ভিতর রেখে দিয়েছে। তিনি নানাভাবে আশেপাশের লোকজনদের ভুল বুঝাতে শুরু করেন। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে আসামি হাবিবুর রহমানের শয়ন কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে এবং হাবিবুর রহমানকে আটক করে। এ সময় মরদেহ ময়নাতদন্তেরে জন্য হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

এ ঘটনায় মৃত নারীর ভাই টঙ্গীবাড়ী উপজেলার লাখারন গ্রামের মৃত শফি উদ্দিন ছেলে নূর মোহাম্মদ দফতরি (৬০) বাদী হয়ে ২০১৮ সালের ২২ মার্চ টঙ্গীবাড়ী থানায় হত্যার দায়ে আসামি হাবিবুর রহমান মিজিকে আসামি করে মামলা করেন।

এ ঘটনায় ৮ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামি হাবিবুর রহমান মিজিকে দোষী সাব্যস্ত করে বিচারক ওই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেন ওই আদালতের বেঞ্চ সহকারী হাছান সারওয়াদী।

এ ব্যাপারে সরকারের পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আরিফ হোসেন বলেন, ‘আদালত সঠিক রায় ঘোষণা করেছেন। এ রায়ে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট পোষণ করছি।’

সারাবাংলা/এইচআই

নারীকে হত্যা মুন্সীগঞ্জ যাবজ্জীবন কারাদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর