টাঙ্গাইলে অবৈধভাবে লাল মাটি কাটায় লাখ টাকা জরিমানা
ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৫ ১৭:৪৫
৫ মার্চ ২০২৫ ১৭:৪৫
টাঙ্গাইল: জেলার ঘাটাইলে ধলাপাড়ায় অবৈধভাবে লাল মাটি কাটার অপরাধে আব্দুল মালেক (৫০) নামে এক ব্যক্তিকে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৫ মার্চ) দুপুরে ঘাটাইল উপজেলার ধলাপাড়া ইউনিয়নের রহমতপুর এলাকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব সাবরীন আক্তার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এই অর্থদণ্ড প্রদান করেন।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরীন আক্তার জানান, ধলাপাড়া ইউনিয়নের রহমতপুর এলাকায় দীর্ঘদিন যাবত অবৈধভাবে লাল মাটি কাটার অপরাধে আব্দুল মালেককে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারা মোতাবেক এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সারাবাংলা/এইচআই