সুলভ মূল্যে বিক্রি
ডিমের ডজন ১০০, মুরগি ১৭০ টাকা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৫ ১৮:১৮
৫ মার্চ ২০২৫ ১৮:১৮
নরসিংদী: নরসিংদীতে রমজান মাস উপলক্ষ্যে সুলভ মূল্যে দুধ, ডিম ও মুরগি বিক্রি করা হচ্ছে। বুধবার (৫ মার্চ) সকালে প্রাণিসম্পদ কার্যালয়ে মাসব্যাপী সুলভ মূল্যে বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী।
নরসিংদী প্রাণিসম্পদ অধিদফতর আয়োজনে রমজান মাসজুড়ে সপ্তাহে দুদিন সুলভ মূল্যে দুধ, ডিম ও মুরগি পাওয়া যাবে সুলভ মূল্যের দোকানে। এখানে দুধ ৮০ টাকা লিটার, ডিমের ডজন ১০০ টাকা ও মুরগি পাওয়া যাচ্ছে কেজি ১৭০ টাকায়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ছাইফুল ইসলামের সভাপতিত্ব উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পরিচালক ডা. মাহবুবুল ইসলাম, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম ও জেলা প্রাণিসম্পদ ট্রেইনিং কর্মকর্তা ডা. মারুফ রিজভী তালুকদার প্রমুখ।
সারাবাংলা/এসআর