বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে ডিপিডিসির বিজ্ঞপ্তি
৫ মার্চ ২০২৫ ১৮:৪৪ | আপডেট: ৫ মার্চ ২০২৫ ২৩:২৬
ঢাকা: চলতি রমজান ও আসছে গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। বুধবার (৫ মার্চ) প্রতিষ্ঠানটি থেকে এই বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানো হয়।
সেখানে বলা হয়, সম্মানিত বিদ্যুৎ গ্রাহকদের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ডিপিডিসি। এ বছর পবিত্র রমজান, গ্রীষ্মকাল ও সেচ মৌসুম একই সময় হওয়ায় বিদ্যুৎ এর চাহিদা অত্যাধিক বৃদ্ধি পাচ্ছে।
গ্রাহকদের বিদ্যুৎ এর অপচয় রোধ ও বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে নিম্নোক্ত বিষয়সমূহ প্রতিপালনের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে:
• মসজিদ, শপিংমল, ডিপার্টমেন্টাল স্টোর ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানে এসি’র তাপমাত্রা ২৫° সেলসিয়াসের উপরে রাখুন।
• বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করুন।
• দোকানপাট, শপিংমল, বিপণি বিতান, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার পরিহার করুন।
• দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে রাখুন ও সূর্যের আলো ব্যবহার করুন।
• যে কোনো ধরনের আলোকসজ্জা করা থেকে বিরত থাকুন।
• পিক আওয়ারে রি-রোলিং মিল, ওয়াশিং মেশিন, ওয়েল্ডিং মেশিন, ওভেন ও ইস্ত্রির ব্যবহার বন্ধ রাখুন।
• ইজি বাইক, অটোরিকশা ইত্যাদি অবৈধভাবে চার্জিং হতে বিরত থাকুন।
• বাসা-বাড়িতে পরিবেশবান্ধব রুফটপ সোলারটিকে সচল রাখুন।
• জানমালের নিরাপত্তা রক্ষায় মানসম্মত বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করুন।
• পরিমিত বিদ্যুৎ ব্যবহারে নিজে সাশ্রয়ী হোন এবং অন্যকে বিদ্যুৎ ব্যবহারের সুযোগ দিন।
কোনো কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটলে ধৈর্য সহকারে কর্তৃপক্ষকে সহযোগিতা করুন। প্রয়োজনে ডিপিডিসি’র হটলাইন নাম্বার (১৬১১৬) এ যোগাযোগের জন্য অনুরোধ করা হচ্ছে।
সারাবাংলা/জেআর/এসডব্লিউ
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) বিদ্যুৎ সরবরাহ