Sunday 16 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শিবির’ ট্যাগ দিয়ে গণতান্ত্রিক ছাত্রসংসদ থেকে বাদ— দাবি ঢাবি শিক্ষার্থীর

ঢাবি করেসপনডেন্ট
৫ মার্চ ২০২৫ ২০:০৯

ঢাবি শিক্ষার্থী মোস্তফা আহমেদ

ঢাবি: ‘শিবির’ ট্যাগ দিয়ে জুলাই অভ্যুত্থান পরবর্তী গড়ে ওঠা নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদে’র কমিটিতে না রাখার অভিযোগ করেছেন মোস্তফা আহমেদ নামে এক ঢাবি শিক্ষার্থী।

বুধবার (৫ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মোস্তফা আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

সংবাদ সম্মেলনে মোস্তফা আহমেদ বলেন, ‘সবশেষ জুলাই অভ্যুত্থানের একজন সম্মুখসারির যোদ্ধা হিসেবে ছাত্ররাজনীতির বিভিন্ন প্রক্রিয়ায় কোটা অন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার পতন পর্যন্ত প্রতিটি আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছি।’

তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থান এবং নতুন বাংলাদেশ বিনির্মাণ এই স্প্রিরিটকে ধারণ করে গত ২৬ ফেব্রুয়ারি নতুন ছাত্রসংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আত্মপ্রকাশ ঘটে এবং তার প্রেক্ষিতে ২৮ ফেব্রুয়ারি একটি ২৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নতুন ছাত্রসংগঠন জুলাই অভ্যুত্থানকে ধারণ করে। এই ছাত্রসংগঠনে তাদেরকেই যুক্ত করার কথা যারা বিগত জুলাই অভ্যুত্থানে কোনো দলমতের অধীনে আন্দোলন করেনি এবং যাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন রাজনীতির স্পৃহা আছে।’

তিনি বলেন, ‘আমি জুলাই আন্দোলন কোনো দলমতের অধীনে গিয়ে অংশগ্রহণ করিনি। জুলাই অভ্যুত্থানের একজন সম্মুখসারির যোদ্ধা হিসেবে জুন মাসের শুরু থেকে ১৭ জুলাই হল থেকে ছাত্রলীগ তাড়ানো পর্যন্ত প্রতিটি কার্যক্রমে ছিলাম। নতুন বাংলাদেশে ছাত্ররাজনীতির ইতিবাচক পরিবর্তনের আশা নিয়ে সদ্য ঘোষিত ছাত্রসংগঠনের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত থেকেছি।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘গণতান্ত্রিক ছাত্রসংসদ তাদের কমিটি ঘোষণার পূর্বমুহূর্তে আমাকে শিবির ট্যাগ দিয়ে নাম বাতিল করে দেয়। যার প্রতিবাদে আমাকে আজকে এই জায়গায় আপনাদের সামনে দাঁড় করিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আন্দোলনের স্পিরিট (চেতনা) নিয়ে গড়ে ওঠা নতুন সংগঠন ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ’ থেকে চরম ট্যাগিংয়ের শিকার হয়েছি। ফ্যাসিবাদী আমলে ছাত্রলীগ যেমন শিবির ট্যাগ বা শিবির তকমা দিয়ে কাউকে মেরে ফেলা কিংবা অত্যাচার করত। এখন শিবির সংশ্লিষ্টতার অপবাদ দিয়ে আমাকে কমিটি প্রকাশের পূর্বে বাদ দিয়ে দেওয়া হয়।’

অভিযোগের বিষয়ে জানতে চাইলে গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদের বলেন, ‘অন্যরা প্রকাশ্য রাজনীতি করে। শিবির প্রকাশ্য না। আমাদের স্বতন্ত্র সংগঠনের সঙ্গে শিবির কিংবা অন্য কোনো ছাত্রসংগঠনের আদর্শ মিলবে না। এ বিষয়ে সবার সম্মতিক্রমে অনলাইন অফলাইন কার্যক্রম অনুযায়ী প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়, তাদেরকে দলে নেওয়া হবে না।’

তিনি আরও বলেন, ‘মোস্তফা ৫ আগস্টের পর কোনো কার্যক্রমে ছিল না। তাকে না রাখাই তো স্বাভাবিক। প্রতি হল থেকে একজন করে এতে ছিল। কাজ করার পর তাকে বাদ দিলে প্রশ্ন উঠার সুযোগ থাকত।

সারাবাংলা/এআইএন/এইচআই

গণতান্ত্রিক ছাত্রসংসদ ছাত্রশিবির ঢা‌বি ঢাবি শিক্ষার্থী মোস্তফা আহমেদ