Tuesday 11 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, পাওয়া যায়নি মাথা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৫ ২০:৩৭ | আপডেট: ৫ মার্চ ২০২৫ ২৩:২৬

ভুট্টাখেত থেকে নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার

লালমনিরহাট: লালমনিরহাটে একটি ভুট্টাখেত থেকে অজ্ঞাত এক নারীর (৩০) মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৫ মার্চ) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ফুলগাছ বামনটারী শ্মশান এলাকার একটি ভুট্টাখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এলাকাবাসী জানান, স্থানীয় এক কৃষক গরুর জন্য ঘাস কাটতে গেলে মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর নবী বিষয়টি নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও মরদেহের পরিচয় শনাক্ত করতে পুলিশের সঙ্গে ডিবি ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগও (সিআইডি) কাজ করছে। মরদেহের মাথা খুঁজে পাওয়া গেলে পরিচয় জানা যাবে।

সারাবাংলা/এসআর

অজ্ঞাত নারীর মরদেহ মরদেহ উদ্ধার মস্তকবিহীন মরদেহ লালমনিরহাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর