জুলাই হত্যাকাণ্ড, শিক্ষার্থীদের হাতে জবি শিক্ষক আটক
৫ মার্চ ২০২৫ ২০:৫০ | আপডেট: ৫ মার্চ ২০২৫ ২০:৫২
জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আওয়ামীপন্থি ও জুলাই বিপ্লবের হত্যা মামলার আসামি শিক্ষক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসকে আটক করেছেন শিক্ষার্থীরা।
বুধবার (৫ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনারের সামনে থেকে আটক হন তিনি।
অধ্যাপক মিল্টন বিশ্বাসকে আটক করার বিষয়ে শিক্ষার্থীরা বলেন, ‘তিনি জুলাই গণঅভ্যুত্থানের বিরোধিতা করেছেন। একজন খুনি হয়ে তিনি এভাবে ঘোরাঘুরি করতে পারেন না। এ জন্য তাকে আটক করা হয়েছে।’
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, ‘আমরা তাকে আটক করে প্রক্টর স্যারের কাছে দিয়েছি। এখন প্রক্টর স্যার সিদ্ধান্ত নিবেন।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ভিতরে থেকে কোনো শিক্ষক বা শিক্ষার্থীকে আমরা পুলিশের কাছে দিতে পারি না। এটা পুলিশের ব্যাপার। পুলিশ বিষয়টা দেখবেন।’
সারাবাংলা/এইচআই