বগুড়ায় অবৈধ ২ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
৫ মার্চ ২০২৫ ২১:১১ | আপডেট: ৫ মার্চ ২০২৫ ২১:১৭
বগুড়া: বগুড়ায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিয়ে বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ইটভাটা দুটির মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (৫ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার সাবগ্রাম এবং শিবগঞ্জ উপজেলার বিহারপুর মোকামতলা এলাকায় পৃথক অভিযান চালানো হয়।
বগুড়া প্রশাসন ও জেলা পরিবেশ অধিদফতরের যৌথ উদ্যোগে পৃথক দুই অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ এবং আব্দুল্লাহ আল মামুন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, লাইসেন্স ব্যতীত অবৈধভাবে ইটভাটার কার্যক্রম পরিচালনার অপরাধে শিবগঞ্জের সিরাজুল ইসলামের এ এস বি ব্রিকস ও সাবগ্রাম দক্ষিণপাড়া এলাকায় আরিফুল ইসলামের মেসার্স সারিয়াকান্দি ব্রিকস নামক ইটভাটা দুটির কিলন ভেঙে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি ইটভাটা দুটি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এ সময় দুই ইটভাটা মালিককে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা অর্থদণ্ড করে তাৎক্ষণিক আদায় করা হয়।
বগুড়া জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মাহাথীর বিন মোহাম্মদ বলেন, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইনের আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনার সময় বগুড়া জেলা পরিবেশ অধিদফতরের কর্মকর্তা, সেনা সদস্য, থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এইচআই