Tuesday 11 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুয়েট প্রকৌশলীকে লাঞ্ছিত, বিএনপি নেতাকে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৫ ২১:১৭

বিএনপি নেতা মোল্লা সোহাগ হোসেন

খুলনা: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দুই প্রকৌশলীকে হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করায় বিএনপি নেতা মোল্লা সোহাগ হোসেনকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিএনপি।

বুধবার (৫ মার্চ) খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে সাময়িক অব্যাহতি দেওয়ার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মহানগরীর খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগ হোসেনকে সাময়িক অব্যাহতি প্রদান করেছে বিএনপি।

মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিনের বরাত দিয়ে মিডিয়া সেল জানিয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মোল্লা সোহাগকে দলীয় পদ, প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে আনিত অভিযোগ তদন্তে বেগম রেহানা ঈসাকে আহ্বায়ক করে তদন্ত কমিটি করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

উল্লেখ্য, কুয়েটের দুই প্রকৌশলীকে মোবাইল ফোনে হুমকি ও একজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে মোল্লা সোহাগ হোসেনের বিরুদ্ধে। গত ৩ মার্চ কুয়েটের নির্বাহী প্রকৌশলী (পুর) শেখ আবু হায়াত ও মো. গোলাম কিবরিয়াকে মোল্লা সোহাগ হোসেন মোবাইল ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি দেন। একই দিন বিকেলে নির্বাহী প্রকৌশলী (পুর) শেখ আবু হায়াতকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর

কুয়েট খুলনা প্রকৌশলীকে লাঞ্ছিত বিএনপি নেতাকে অব্যাহতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর