Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘এইচএসসি’ পাসে রাবিতে প্রথম শ্রেণির চাকরি!

রাবি করেসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৫ ২৩:১৫ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ০২:৩৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এইচএসসি পাসে চাকরি পাওয়া মোমেন খন্দকার অপি। ছবি কোলাজ: সারাাবংলা

রাজশাহী: স্নাতক চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশের আগেই অর্থাৎ এইচএসসি পাসের সনদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইসিটি সেন্টারে একজনকে অ্যাডহক ভিত্তিতে প্রথম শ্রেণির চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে।

গত বছরের ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক শেখ সাদ আহমেদের সই করা এক অফিস আদেশে মোমেন খন্দকার অপি নামে একজনকে আইসিটি সেন্টারে সহকারী প্রোগ্রামার হিসেবে ছয় মাসের জন্য নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলছেন, ‘এই নিয়োগের এখতিয়ার সম্পূর্ণ আইসিটি সেন্টারের।’ অন্যদিকে আইসিটি সেন্টারের পরিচালক বলছেন, ‘অ্যাডহক ভিত্তিতে নিয়োগে ফলাফলের এমন সীমাবদ্ধতা আছে বলে তার জানা ছিল না। জরুরি ভিত্তিতেই এই নিয়োগ দেওয়া হয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের নিয়োগপত্রের অফিস আদেশ ও পরীক্ষানিয়ন্ত্রক দফতরের প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন গত বছরের ১৮ নভেম্বর এক অফিস আদেশে মোমেন খন্দকার অপি নামে একজনকে নিয়োগ দেন। তবে ওই সময় তার স্নাতক (সম্মান) চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশিত হয়নি। নিয়োগের প্রায় এক মাস পর ১২ ডিসেম্বর তার চূড়ান্ত পরীক্ষার ফল প্রকাশ হয়।

এদিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলছেন, দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী প্রথম শ্রেণির চাকরি পেতে হলে তাকে অবশ্যই স্নাতক পাস করতে হবে। চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশের আগেই নিয়োগ দিয়ে থাকলে সেটি নিয়মের ব্যত্যয় ঘটেছে। এরকম হয়ে থাকলে সেটি বিশ্ববিদ্যালয়ের জন্য ভালো কিছু বয়ে আনবে না।

নিয়োগপ্রাপ্ত মোমেন খন্দকার অপি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। নিয়োগের প্রায় একমাস পর প্রকাশিত ফলাফলে দেখা যায়, তিনি স্নাতক চূড়ান্ত পরীক্ষায় ৩ দশমিক ২০ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

বিজ্ঞাপন

রেজিস্ট্রার দফতরের অফিস আদেশে উল্লেখ করা হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারে সহকারী প্রোগ্রামার পদে টাকা ২২০০০-৫৩০৬০/- (বাইশ হাজার) টাকা মাত্র বেতনে সহকারী প্রোগ্রামার পদে অ্যাডহক ভিত্তিতে ৬ (ছয়) মাসের জন্য নিয়োগ করা হলো। এ নিয়োগ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের সাবেক এক পরিচালক বলেন, ‘সহকারী প্রোগ্রামার পদে নিয়োগ দিতে হলে কম্পিউটার সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে তাকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। স্নাতকের সনদ না পাওয়া মানে সে এইচএসসি পাস। এই সনদ প্রদর্শন করে এই পদে চাকরি পাওয়ার কোনো সুযোগ নেই।’

তবে বিষয়টি অস্বীকার করে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা মোমেন খন্দকার অপি বলেন, ‘স্নাতক পরীক্ষার পর গত নভেম্বরে আমাকে নিয়োগ দেওয়া হয়েছে। আমাদের অফিসিয়াল ফলাফল বের হতে দেরি হয়েছে। তবে আমি আনঅফিসিয়াল ডকুমেন্ট দেখিয়েছি।’

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক মো. রোকানুজ্জামান বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। আনঅফিসিয়াল ফলাফল কখনো প্রকাশ হয় না। শিক্ষার্থীদের মধ্যে কারও ইমপ্রুভমেন্ট ইস্যু বা হলের সিটের আবেদনের জন্য হলে তাকে এ বিষয়ে জানানো হয়ে থাকে। তবে কেউ যদি চাকরিতে ব্যবহার করে তাহলে আমি দায়িত্ব নেব না। চাকরির ক্ষেত্রে আমরা বলি, সে ফলাফলের অপেক্ষায় রয়েছে।’

নিয়োগের বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, ‘বিষয়টি আমি সম্পূর্ণ আইসিটি সেন্টারের পরিচালকের এখতিয়ারে ছেড়ে দিয়েছিলাম। নিয়ম-কানুনের বিষয়ে আমি রেজিস্ট্রার ও আইসিটি সেন্টারের পরিচালকের সঙ্গে কথা বলব।’

এ বিষয়ে জানতে চাইলে আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক ছাইফুল ইসলাম বলেন, ‘অ্যাডহক ভিত্তিতে নিয়োগে ফলাফলের এমন সীমাবদ্ধতা ছিল বলে আমার জানা ছিল না। জরুরি ভিত্তিতেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে যাকে নিয়োগ দেওয়া হয়েছে সে আমাদের বিভাগের সবচেয়ে ভালো প্রোগ্রামার। স্নাতক শেষ করার আগে তার দুই বছরের অভিজ্ঞতা আছে।’

সারাবাংলা/পিটিএম

এইচএসসি চাকরি পাস প্রথম শ্রেণি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর