Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট এমসি কলেজের টিলায় আগুন

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৫ মার্চ ২০২৫ ২৩:১৯ | আপডেট: ৫ মার্চ ২০২৫ ২৩:২১

এমসি কলেজ ছাত্রাবাসের ভেতরের একটি টিলায় অগ্নিকাণ্ড ঘটেছে

সিলেট: জেলার এমসি কলেজ ছাত্রাবাসের ভেতরের একটি টিলায় অগ্নিকাণ্ড ঘটেছে। এতে টিলার ছোট-বড় কয়েকশত গাছ পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন কলেজ ছাত্রাবাসের শিক্ষার্থীরা।

বুধবার (৫ মার্চ) ইফতারের সময় এই অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি দল আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

সাধারণ শিক্ষার্থী সূত্রে জানা যায়, ইফতার শেষ হতে না হতেই ছাত্রাবাসের পাশ্ববর্তী একটি টিলায় আগুনে গাছ পুড়তে দেখতে পান হলের শিক্ষার্থীরা। তাৎক্ষনিক ছাত্ররা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

আগুন লাগার কারণ জানা না গেলেও কয়েকজন শিক্ষার্থীরা সারাবাংলাকে জানান, এমসি কলেজ সংলগ্ন টিলায় বহিরাগত লোকেরা এসে প্রতিদিন আড্ডা দেয়। অনেক সময় তারা ধূমপানও করে। সিগারেটের আগুন কিংবা অন্য কোনো কারণে আগুন লাগার ঘটনা ঘটতে পারে।

সিলেট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. বেলাল হোসেন বলেন, ‘এমসি কলেজের টিলায় আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিকভাবে জানা যায়নি।’

অগ্নিকাণ্ডের বিষয়ে এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল আনাম মো. রিয়াজ বলেন, ‘কিভাবে আগুন লেগেছে সেটি এখনো জানা যায়নি।’

এর আগে গত ১১ মার্চ রাতে ছাত্রাবাসের টিলায় আগুন লাগার ঘটনা ঘটে। তখন কলেজ ছাত্রাবাসের ছাত্র ও ফায়ার সার্ভিসের সহায়তায় বড় ধরনের আগুন থেকে রক্ষা পায় টিলা। বছরখানেক আগেও টিলায় আগুন লেগেছিল বলে জানান শিক্ষার্থীরা।

সারাবাংলা/এইচআই

এমসি কলেজ টিলায় আগুন সিলেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর