Saturday 03 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী মেডিকেল কলেজ স্থানান্তরের পাঁয়তারা, আন্দোলনের ডাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ০০:০৩ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ০০:১৯

নীলফামারী সরকারি মেডিকেল কলেজ। ছবি: সংগৃহীত

নীলফামারী: নীলফামারী সরকারি মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়া বা অন্যত্র সরিয়ে নেওয়ার পাঁয়তারা চলছে বলে অভিযোগ উঠেছে। এ পরিপ্রেক্ষিতে জেলার সর্বস্তরের জনগণ বিক্ষুব্ধ হয়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টায় নীলফামারী শহরে মানববন্ধন কর্মসূচি পালন করবে স্থানীয় জনসাধারণ ও শিক্ষার্থীরা। ‘নীলফামারীর সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীরা’ ব্যানারে এ কর্মসূচি আয়োজন করা হচ্ছে। এরই মধ্যে শহরজুড়ে মানববন্ধনের ব্যাপক প্রচারণা চালানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও আন্দোলনের পক্ষে প্রচারণা চালানো হচ্ছে এবং অনেকে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছেন।

বিজ্ঞাপন

বুধবার (৫ মার্চ) মানববন্ধন কর্মসূচির অন্যতম সংগঠক বিজয় চক্রবর্তী কাজল বলেন, ‘সব শ্রেণি-পেশার মানুষ আমাদের কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন। আমরা নীলফামারীর মানুষের অধিকার রক্ষার জন্য রাস্তায় নামতে প্রস্তুত।’

আয়োজকদের দাবি, নীলফামারী মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে কোনো ধরনের অনিয়ম বা ষড়যন্ত্র তারা মেনে নেবেন না। এটি নীলফামারীবাসীর বহুদিনের স্বপ্ন এবং এটি বন্ধ করে দেওয়া বা অন্য জেলায় স্থানান্তরের চেষ্টা করা হলে তারা দুর্বার আন্দোলন গড়ে তুলবেন।

আন্দোলনকারীরা সরকারের প্রতি দ্রুত স্থায়ী ক্যাম্পাস ও পূর্ণাঙ্গ হাসপাতাল নির্মাণের দাবি জানিয়েছেন, যাতে নীলফামারীর জনগণ চিকিৎসা ও শিক্ষার পূর্ণ সুবিধা ভোগ করতে পারেন।

উল্লেখ্য, ২০১৮ সালের ২৬ আগস্ট নীলফামারী মেডিকেল কলেজসহ চারটি নতুন মেডিকেল কলেজের অনুমোদন দেয় সরকার। পরে ৩০ আগস্ট নীলফামারী মেডিকেল কলেজ পূর্ণাঙ্গ অনুমোদন পায়। এই বছরের ২২ সেপ্টেম্বর অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক মো. রবিউল ইসলাম শাহ।

বিজ্ঞাপন

এরপর ১৫ অক্টোবর প্রথম ব্যাচের ভর্তি কার্যক্রম শুরু হয়। এবং ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি নীলফামারী ডায়াবেটিকস হাসপাতালের নতুন ভবনে স্থাপিত অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম চালু হয়। কিন্তু এখন কলেজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উদ্বেগ তৈরি হয়েছে।

আন্দোলনকারীরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, তারা নীলফামারী মেডিকেল কলেজের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র বরদাশত করবেন না এবং প্রয়োজনে কঠোর কর্মসূচি দিতে পিছপা হবেন না।

সারাবাংলা/পিটিএম

নীলফামারী মেডিকেল কলেজ স্থানান্তরের পাঁয়তারা