Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক নজরে মুশফিকের ওয়ানডে ক্যারিয়ার

স্পোর্টস ডেস্ক
৬ মার্চ ২০২৫ ০৯:৪১ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ১২:৩১

ওয়ানডেকে বিদায় বলেছেন মুশফিক

চ্যাম্পিয়ন ট্রফির ব্যর্থতার পর থেকেই উঠেছিল তার অবসরের গুঞ্জন। শেষ পর্যন্ত ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। ৫ মার্চ রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের অবসরের বার্তা দেন মুশফিক। চলুন দেখে নেওয়া যাক মুশফিকের বর্ণাঢ্য ওয়ানডে ক্যারিয়ারের উল্লেখযোগ্য অর্জনগুলো।

২০০৬ সালে হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৮ বছর বয়সে ওয়ানডে অভিষেক হয় মুশফিকের। নিজের প্রথম ম্যাচে অবশ্য ব্যাটিংয়ে নামা হয়নি তার। মুশফিক প্রথমবার ব্যাটিংয়ে নামার সুযোগ পান নিজের তৃতীয় ওয়ানডেতে। মিরপুরের সেই ম্যাচে ১৮ রানে অপরাজিত ছিলেন মুশফিক।

বিজ্ঞাপন

এরপর পেরিয়ে গেছে ১৯ বছর। দীর্ঘ এই সময়ে বাংলাদেশ দলের নিয়মিত মুখ হয়ে ওঠেন মুশফিক। বাংলাদেশের হয়ে ২৭৪ ওয়ানডেতে মাঠে নেমেছেন মুশফিক। ৩৬.৪২ গড়ে মুশফিক করেছেন ৭৭৯৫ রান। বাংলাদেশের হয়ে এই ফরম্যাটে তামিম ইকবালের পর দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। মুশফিকের স্ট্রাইক রেট ৭৯.৭০।

ওয়ানডেতে মুশফিকের ব্যক্তিগত সর্বোচ্চ ১৪৪, দুর্দান্ত এই ইনিংসটি তিনি খেলেছেন শ্রীলংকার বিপক্ষে। এই ফরম্যাটে মুশফিকের সেঞ্চুরি আছে ৯টি, হাফ সেঞ্চুরি ৪৯টি। বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক মুশফিক। ওয়ানডেতে মুশফিক শূন্য রানে ফিরেছেন ১২ বার।

৫০ ওভারের ফরম্যাটে মুশফিক সবচেয়ে বেশি রান করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। এই দলটির বিপক্ষে ৫১ ম্যাচে মুশফিকের রান ১৪৩৭। সবচেয়ে কম রান নেদারল্যান্ডসের বিপক্ষে, তিন ম্যাচে তাদের বিপক্ষে মুশফিক করেছেন ১২ রান।

ওয়ানডে ক্যারিয়ারে নিজ দেশের সবচেয়ে বেশি রান করেছেন মুশফিক। বাংলাদেশের সব ভেন্যু মিলিয়ে ১৩৫ ম্যাচে মুশফিক করেছেন ৩৯৩৭ রান। দেশের বাইরে মুশফিক সবচেয়ে বেশি রান করেছেন ইংল্যান্ডের মাটিতে। এখানে ১৬ ম্যাচে মুশফিকের রান ৬৯৪।

বিজ্ঞাপন

বাংলাদেশের হয়ে ওয়ানডেতে দ্রুততম সেঞ্চুরির মালিক মুশফিক। সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬০ বলে সেঞ্চুরি করে সেই রেকর্ড গড়েছিলেন মুশফিক।

ব্যাটিংয়ের মতো কিপিংয়েও দারুণ সফল মুশফিক। এই ফরম্যাটে মুশফিকের ডিসমিসাল ২৯৯, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

ক্যারিয়ারের শেষ বছরটা একেবারেই ভালো কাটেনি মুশফিকের। চ্যাম্পিয়নস ট্রফিতে দুই ম্যাচে ব্যাটিংয়ে নেমে দুইবারই ব্যর্থ হয়েছেন তিনি। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে শূন্য রানে ফিরেছিলেন মুশফিক। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ রানে প্যাভিলিয়নে ফেরেন মুশফিক। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যাওয়ায় কিউইদের বিপক্ষে ম্যাচটাই হয়ে রইল মুশফিকের শেষ ওয়ানডে।

সারাবাংলা/এফএম

অবসর ওয়ানডে ক্যারিয়ার বাংলাদেশ মুশফিকুর রহিম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর