সিলেটে সয়াবিন তেল মজুত ও বেশি দামে বিক্রি, গ্রেফতার ২
৬ মার্চ ২০২৫ ০৯:৩৯ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ১২:৪৩
সিলেট: সিলেটে রমজান উপলক্ষে অবৈধভাবে সয়াবিন তেল মজুত ও অতিরিক্ত দামে বিক্রি করার দায়ে প্রতিষ্ঠানের মালিকসহ দুজনকে গ্রেফতার করেছেন সিলেট জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাদের ৯০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।
বুধবার (৫ মার্চ) রাতে সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এনডিসি ওমর ফারুক আকন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএসটিআই সিলেটের ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী মো. নজরুল ইসলাম।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন এডিসি।
সিলেটের এনডিসি ওমর ফারুক আকন সারাবাংলাকে জানান, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্য মূল্যে বিক্রি না করে সিলেটের খাদিম নগরের বিসিক শিল্প নগরী এলাকার আর বি এডিবল ফুড প্রোডাক্ট নামের ব্যবসা প্রতিষ্ঠানটি অধিক দামে বিক্রি করছিল। যেখানে ৫ লিটার সয়াবিন তেলের বাজারমূল্য ৮৫০ টাকা, সেখানে উক্ত প্রতিষ্ঠান ৯৫০ টাকায় বিক্রি করছিল। প্রতিষ্ঠানটি তাদের নিজস্ব ব্র্যান্ড তৃপ্তির মোড়কে দাম নির্ধারন করে এবং অতিরিক্ত তেল মজুত ও গুদামজাত করে কৃত্রিম সংকট তৈরী করার পাঁয়তারা করেছিল।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আর বি এডিবল ফুড প্রোডাক্টের স্বত্তাধিকারি বদরুল ইসলামসহ (৭৫) আরও একজনকে গ্রেফতার করা হয়। তিনি সিলেটের মিরাবাজার আগপাড়া এলাকার বাসিন্দা। গ্রেফতার অপর ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসে ভোক্তাদের স্বাভাবিক দামে পণ্য সরবরাহ নিশ্চিত করতে বাজারে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
সারাবাংলা/এমপি