Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস ট্রফি
স্মিথের অবসরের ব্যাপারে আগেই জানতেন কোহলি?

স্পোর্টস ডেস্ক
৬ মার্চ ২০২৫ ১০:৪৭

বিদায়বেলায় কোহলির সঙ্গে স্মিথ

চ্যাম্পিয়নস ট্রফি থেকে অস্ট্রেলিয়ার বিদায়ের পর আকস্মিক অবসরের ঘোষণা দেন অধিনায়ক স্টিভ স্মিথ। তার এমন বিদায় হতবাক করেছে সমর্থকদের। সেমি থেকে বিদায়ের পরপর এমন সিদ্ধান্ত নেবেন স্মিথ, কল্পনা করতে পারেননি কেউই। তবে ভারতীয় সংবাদমাধ্যম ও সমর্থকদের দাবি, স্মিথের অবসরের ব্যাপারে আগেই জানতেন বিরাট কোহলি!

সেমিফাইনালে ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে অজিরা। ম্যাচ শেষে দুই দলের ক্রিকেটাররা হাত মেলাচ্ছিলেন। তখন দেখা যায়, কোহলি-স্মিথ বেশ কিছুক্ষণ কথা বলার পর একে অন্যকে জড়িয়ে ধরেছেন। তখন সেটাকে স্বাভাবিক আলিঙ্গন মনে হলেও স্মিথের অবসরের পর দুই ক্রিকেটারের এমন কথোপকথন নিয়ে জেগেছে নতুন উৎসাহ।

বিজ্ঞাপন

মাঠে উপস্থিত থাকা ভারতীয় সমর্থক ও সংবাদমাধ্যম বলছে, স্মিথের সঙ্গে হাত মেলানোর সময় কোহলি জিজ্ঞাসা করেছিলেন এটাই তার ‘শেষ’ কিনা। জবাবে স্মিথ বলেছিলেন, হ্যাঁ এটাই শেষ! আর এতেই স্মিথকে জড়িয়ে ধরেন কোহলি।

ম্যাচ শেষ হওয়ার কয়েক ঘণ্টার মাঝেই সবাইকে অবাক করে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেন স্মিথ। তার অবসরের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে স্মিথ-কোহলির সেই বিদায়ী আলিঙ্গন।

কোহলি কি সত্যিই জানতেন ৫০ ওভারের ফরম্যাটে এটাই স্মিথের সঙ্গে তার শেষ দেখা?

সারাবাংলা/এফএম

অবসর অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নস ট্রফি বিরাট কোহলি ভারত স্টিভ স্মিথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর