Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্রিজের রড চুরির অভিযোগে বিএনপির ৩ নেতাকে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ১১:২৫ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ১২:৫৬

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে ব্রিজের ছাউনি ভেঙ্গে রড চুরি করে নেওয়ার অভিযোগে তিন বিএনপি নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছেন সংগঠনটি।

বুধবার (৫ মার্চ) রাতে জেলা বিএনপির সদস্য সচিব গাজী অহিদুজ্জামান লাভলুর সই করা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাদের ওই বহিষ্কার আদেশ দেওয়া হয়।

বহিষ্কৃত নেতারা হলেন, উপজেলা বিএনপির আহ্বয়ক কমিটির সদস্য ও উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সরদার সাফায়েত হোসেন শাহীন, ওই ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. হেদায়েত খান (৫০) এবং একই ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো. জাহিদুল ইসলাম (৪৫)।

ওই বহিষ্কার আদেশে উল্লেখ করা হয়েছে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ও পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা বিএনপির লিখিত আবেদনের প্রেক্ষিতে তাদের দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল প্রকার দলীয় পদ পদবী থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে, গত সোমবার (৩ মার্চ) গভীর রাতে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের উত্তর বানিয়ারী গ্রামের রিপন শিকদার বাড়ির সামনের লোহার ব্রিজের ছাউনির ঢালাই ভেঙ্গে তাতে থাকা প্রায় লক্ষাধিক টাকা মূল্যের লোহার রড চুরি করে নেন অভিযুক্তরা।

স্থানীয়রা এ সময় ভাঙ্গায় বাধা দিলে অভিযুক্তরা তাদের হত্যার হুমকি দিয়ে ব্রিজে থাকা লোহার রড নিয়ে যায়। এ ঘটনায় ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম হেকমত বাদী হয়ে গত মঙ্গলবার (৪ মার্চ) রাতে ওই তিন জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে বিএনপি নেতা সরদার সাফায়েত হোসেন শাহীনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন।

বিজ্ঞাপন

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ‘এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. মাহমুদুল হাসান বলেন, ‘গতবছর এডিবির আওতায় ওই ব্রিজের ছাউনিটি ঢালাই দেওয়া হয়।’

সারাবাংলা/এমপি

গ্রেফতার পিরোজপুর বিএনপি নেতা বহিষ্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর