শনিবার থেকে বাড়বে তাপমাত্রা
৬ মার্চ ২০২৫ ১৩:৫৪ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ১৫:২১
ঢাকা: আগামী শনিবার থেকে দেশের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। যদিও আগামি দুই দিন তাপমাত্রা কিছুটা কম থাকবে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, তিনদিন পর তাপমাত্রা বাড়ার সঙ্গে থাকবে বৃষ্টির পূর্বাভাস।
বৃহস্পতিবার (৬ মার্চ) আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা কম থাকলেও আকাশ থাকবে মেঘলা আর আবহাওয়া থাকতে পারে শুষ্ক। শুক্রবারও (৭ মার্চ) দিনের তাপমাত্রা কম থাকবে তবে অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। নতুন তথ্য নেই বৃষ্টিপাতের। পূর্বাভাস অনুযায়ী শনিবার (৮ মার্চ) থেকে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে।
আবহাওয়াবিদ আফরোজা সুলতানা জানিয়েছেন, পরের সপ্তাহের শুরু থেকে তাপমাত্রা আরও বাড়তে পারে। এ সময় প্রচণ্ড খরতাপে জনজীবনে এর প্রভাব পড়তে পারে। পানিবাহিত রোগ বাড়তে পারে। এদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এতে দেশের ওপরে কোনো প্রভাব পড়বে না বলে জানান তিনি।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের সীতাকুন্ডে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এই সময়ে দেশের আমবাগান, কয়রা, পটুয়াখালীসহ দেশের অন্তত ১০ জেলার তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ওপরে রেকর্ড করা হয়েছে।
গ্রীষ্ম শুরু না হতেই তাপমাত্রার এই পরিস্থিতি জনজীবনে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরাও।
সারাবাংলা/জেআর/এমপি