Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড্রেসিংরুমে ঘুম, টাইমড আউট পাকিস্তানি ব্যাটার!

স্পোর্টস ডেস্ক
৬ মার্চ ২০২৫ ১৪:০৬

টাইমড আউট হয়েছেন শাকিল

অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইমড আউট করে হইচই ফেলে দিয়েছিলেন সাকিব আল হাসান। সেই ঘটনার পর ক্রিকেট বিশ্ব আবার দেখল টাইমড আউট। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে ড্রেসিংরুমে ঘুমিয়ে পড়ায় অদ্ভুতুড়ে এই আউটের শিকার হয়েছেন সউদ শাকিল। পাকিস্তানের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে টাইমড আউট হলেন তিনি।

প্রেসিডেন্টস ট্রফির ফাইনালে মুখোমুখি হয়েছে পিটিভি ও স্টেট ব্যাংক অফ পাকিস্তান। এই ম্যাচে স্টেট ব্যাংকের হয়ে খেলছেন শাকিল। ম্যাচের দ্বিতীয় দিনের খেলা চলার সময় শাহজাদের পরপর দুই বলে দুই উইকেট হারায় শাকিলের দল। এরপর ব্যাটিংয়ে নামার কথা ছিল শাকিলের।

তবে ক্রিজে নামতে বেশ খানিকটা দেরি করেন শাকিল। নির্ধারিত তিন মিনিট অতিক্রম করায় টাইমড আউটের আবেদন করেন পিটিভি অধিনায়ক আহমদ বাট। দুই আম্পায়ার আলোচনার পর শাকিলকে আউট ঘোষণা করেন। পরবর্তী বলে ইরফান খানকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন শাহজাদ, ৩ বলে ৪ উইকেট হারানোর অদ্ভুত এক ঘটনার সাক্ষী হয় দর্শক।

বিজ্ঞাপন

পরে জানা গেছে, ম্যাচ চলার সময় ড্রেসিংরুমে ঘুমিয়ে পড়েছিলেন শাকিল! পরপর দুই উইকেট পড়ার পর তাকে জাগিয়ে দেন সতীর্থরা। তাড়াহুড়ো করে মাঠে নামার প্রস্তুতি নিতেই দেরি করে ফেলেন তিনি।

পাকিস্তানের ইতিহাসে প্রথম ও ক্রিকেট ইতিহাসের ৭ম ব্যাটার হিসেবে টাইমড আউট হলেন শাকিল।

সারাবাংলা/এফএম
বিজ্ঞাপন

আরো