Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাসপাতাল থেকে বাসায় ফিরলেন মির্জা ফখরুল

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ১৪:১৬ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ১৫:০৪

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ফাইল ছবি

ঢাকা: চিকিৎসা শেষে হাসপাতাল থেকে চার দিন পর বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর ১ টার পর গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে তিনি বাসায় ফেরেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

সোমবার (২ মার্চ) হঠাৎ অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে, ২৫ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলায় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান এবং ২৭ ফেব্রুয়ারি দলের বর্ধিত সভায় অংশ নিয়ে অতিরিক্ত ধুলবালির কারণে অসুস্থতা বোধ করেন তিনি। এই অসুস্থতাজনিত কারণে ২ মার্চ প্রথম রোজায় এতিম ও ওলামা মাশায়েখদের সম্মানে আয়োজিত বিএনপির ইফতার মাহফিলে অংশ নিতে পারেননি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সারাবাংলা/এজেড/এমপি

বিএনপি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর