Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ১৪:৫২ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ১৫:২০

জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষকরা। ছবি: সারাবাংলা

ঢাকা: সব ধরনের আন্দোলন ও কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয়।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এক লিখিত বক্তব্যে বলেন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের প্রতি সম্মান দেখিয়ে শিক্ষা উপদেষ্টা বিদায়ী ভাষণে শিক্ষক-কর্মচারীদের জন্য আসন্ন ঈদুল আযহা থেকে উৎসব ভাতা ও সম্পূরক বাজেট এবং আগামী বাজেট থেকে বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও বিনোদন ভাতাসহ অন্যান্য ভাতা বাড়ানোর ঘোষণা দিয়েছেন।

বিজ্ঞাপন

সে জন্য আমরা শিক্ষা উপদেষ্টার প্রতি আস্থা ও সম্মান রেখে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট চলমান আন্দোলনকে আগামী ঈদুল আযহা পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।

অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ, এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদান এবং সরকারি নিয়মে বাড়িভাড়া ও মেডিকেল ভাতা প্রদানের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা গত ১২ ফেব্রুয়ারি থেকে ২২ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ও প্রতীকী অনশন পালন করে আসছে।

তিনি বলেন, আমরা আশা করছি শিক্ষা মন্ত্রণালয় ঈদুল আযহার আগেই প্রজ্ঞাপনের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ এবং অন্যান্য দাবিগুলো বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। এর ব্যত্যয় হলে আগামী ঈদুল আযহার পরে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরকে নিয়ে আবারও কঠোর আন্দোলন গড়ে তুলবে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির আহ্বায়ক অধ্যক্ষ মাইন উদ্দিন, যুগ্ম সদস্য সচিব আবুল বাসারসহ আরও অনেকে।

সারাবাংলা/এমএইচ/এমপি

আন্দোলন এমপিওভূক্ত শিক্ষক স্থগিত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর