Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ১৪:৫৮ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ১৭:১৮

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা: অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আগামী ২৬ মার্চ দেশটির প্রেসিডেন্ট শি জিন পিংয়ের পাঠানো বিশেষ বিমানে দেশটির উদ্দেশ্যে রওনা দেবেন প্রধান উপদেষ্টা। এই সফরে শি জিন পিংয়ের সঙ্গে ড. ইউনূসের বৈঠক হওয়ার কথা রয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেল পৌনে ৩টায় পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, চীনের হাইনান প্রদেশে আগামী ২৫ থেকে ২৮ ডিসেম্বর বাউ (বিওএও) ফোরাম ফর এশিয়ার সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনটিতে অংশ নিতে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানায় চীন। এরপর বাংলাদেশ সবুজ সংকেত দিলে সফরটি চূড়ান্ত হয়।

এর আগে, জানুয়ারিতে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও প্রথম দ্বিপাক্ষিক সফরে চীন গিয়েছিলেন।

বেইজিংয়ের একটি কূটনৈতিক সূত্র বলছে, আগামী ২৫ থেকে ২৮ মার্চ চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাইনানে চলবে বিএফএ সম্মেলন। সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যে চীনের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ বছর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে উভয়পক্ষের চাওয়া— ড. ইউনূসের বহুপক্ষীয় সফরের পাশাপাশি দ্বিপক্ষীয় সফর পূর্ণতা পাবে।

শেখ হাসিনার পতনের তিন দিনের মাথায় গত বছরের ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সরকারপ্রধানের দায়িত্ব পাওয়ার পর তিনি গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশনে যোগ দেন। এরপর নভেম্বরে আজারবাইজানে কপ-২৯ সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। গত ডিসেম্বরে ড. ইউনূস ডি-৮ সম্মেলনে যোগ দিতে মিসর সফর করেন।

বিজ্ঞাপন

সবশেষ, চলতি বছরের জানুয়ারিতে দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (উব্লিউইএফ) বার্ষিক সম্মেলনে যোগ দেন তিনি। সংশ্লিষ্টরা বলছেন, প্রধান উপদেষ্টার প্রথম সফর বেইজিংয়ে হলে শেখ হাসিনাকে দিল্লির আগে সফর না করাতে পারার আক্ষেপ হয়তো ঘুচবে চীনের। আর এটি হয়তো কূটনৈতিক প্রতিশোধ হবে বেইজিংয়ের।

সারাবাংলা/জিএস/ইআ

চীন সফর প্রধান উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর