Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবরার ফাহাদ আগ্রাসন বিরোধী সংগ্রামের চেইন: আসিফ মাহমুদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ১৫:০৭ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ১৭:১৮

শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে উপদেষ্টা আসিফ মাহমুদ। ছবি: সারাবাংলা

কুষ্টিয়া: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আবরার ফাহাদ শুধু একটি নাম নয়, আবরার ফাহাদ হচ্ছেন আগ্রাসন বিরোধী সংগ্রামের চেইন। তাকে আজীবন স্মরণীয় রাখতে কুষ্টিয়া স্টেডিয়াম তার নামে নামকরণ করা হয়েছে। এই স্টেডিয়ামকে আরও আধুনিকায়ন করা হবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়ায় শহিদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এস কথা বলেন। এ সময় আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহও সেখানে উপস্থিত ছিলেন।
সেখানে আনুষ্ঠানিকভাবে শহিদ আবরার ফাহাদ স্টেডিয়ামের উদ্বোধন করেন তারা।

বিজ্ঞাপন

কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী, যুগ্ম সচিব আমিনুল ইসলামসহ আরও অনেকে।

এর আগে সকালে কুমারখালীর কয়া গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পরে সেখানে আবরার ফাহাদের নামে নির্মিত মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি।

২০২২ সালের ১৩ জানুয়ারি প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে এই স্টেডিয়ামের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ৫ আগস্টে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ রাসেল নাম পরিবর্তন করে স্টেডিয়ামটি শহিদ আবরার ফাহাদের নামে নামকরণ করা হয়।

সারাবাংলা/এমপি

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শহিদ আবরার ফাহাদ