Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইটভাটা বন্ধের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ১৫:১৭

ইটভাটা বন্ধের প্রতিবাদে খুলনায় মালিক-শ্রমিকদের বিক্ষোভ সমাবেশ

খুলনা: ইটভাটা বন্ধের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি, খুলনা জেলা শাখার আয়োজনে নগরীর সার্কিট হাউজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় উপস্থিত শ্রমিকরা বিভিন্ন দাবি দাওয়া নিয়ে স্লোগান দিতে থাকেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন ইটভাটা মালিক সমিতির নেতারা।

বিজ্ঞাপন

এ সময় বক্তরা বলেন, এই শিল্পে প্রায় ৫০ লক্ষ শ্রমিক কর্মরত আছে এবং ৫০ লক্ষ পরিবার তথা ২ কোটি মানুষের রুটি রুজির ব্যবস্থা আমরাই করেছি, ইটভাটা বন্ধ হয়ে গেলে এই লোকগুলো বেকার হয়ে পড়বে। এছাড়াও প্রায় প্রতিটি ইট ভাটার বিপরীতে ১ কোটি টাকার উপরে ব্যাংক লোন যা প্রায় ৮ হাজার কোটি টাকা এই ভাটা সমুহ বন্ধ হয়ে গেলে সমুদয় ব্যাংক অনাদায়ী থেকে যাবে। ইট ভাটার মালিকগণ বছরে হাজার হাজার কোটি টাকার অধিক রাজস্ব নিয়ে থাকেন। দেশের রাস্তাঘাট, ঘরবাড়িসহ সকল অবকাঠামো নির্মাণে ব্যবহৃত ইট সরবরাহ করে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন ভাটা মালিক ও শ্রমিকেরা।

সমাবেশে বক্তব্য রাখেন খুলনা জেলা শাখার সভাপতি শাহজাহান জমাদ্দার, সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাত্তার, মালিক সমিতি নেতা মোল্লা বাশির আহম্মেদ, মোল্লা এনামুল কবির, শামিম আহম্মেদ, রনি জমাদ্দার, শ্রমিক নেতা নাসির ফকির, বাবু শেখসহ আরও অনেকে।

সারাবাংলা/এনজে

ইটভাটা খুলনা বন্‌ধ বিক্ষোভ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর