এনআইডি সেবা সরিয়ে নিলে কর্মবিরতিতে যাবে ইসির কর্মীরা
৬ মার্চ ২০২৫ ১৬:৪১ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ১৯:২৬
ঢাকা: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশনের (ইসি) অধীনে রাখার দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ইসি সচিবালয়ের কর্মকর্তারা।
বৃহস্পতিবার (৬ মার্চ) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে এ দাবি নিয়ে অবস্থান শুরু করেন তারা। এ বিষয়ে আলাদা কমিশনের ব্যাপারে ক্ষোভ জানান তারা।
এনআইডি অনুবিভাগের কর্মকর্তারা বলেন, এনআইডি সেবা নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেওয়ার যে পরিকল্পনা হচ্ছে তা রুখে দিতে আমাদের এ পদক্ষেপ। এতে যদি কাজ না হয় আমরা প্রথমে অর্ধবেলা কর্মবিরতিতে যাব এরপর পূর্ণদিবস। তাতেও না হলে সারাদেশে নির্বাচন কমিশনের সব কার্যক্রম বন্ধ করে দেব।
পরে প্রধান নবর্বাচন কমিশনার-সিইসি এএমএম নাসির উদ্দিন জানান, বারবার নির্বাচন কমিশন (ইসি) থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম সরকারের অধীন করার প্রক্রিয়া নেওয়ার বিষয়টির পেছনে ‘কমিউনিকেশন গ্যাপ’ রয়েছে। তিনি বলেন, আমাদের লিখিত মতামত পাওয়ার পর নিশ্চয় গ্যাপ থাকবে না আশা করি।

প্রধান নবর্বাচন কমিশনার-সিইসি এএমএম নাসির উদ্দিন।
তিনি বলেন, এনআইডি নির্বাচন কমিশনে রাখার ব্যাপারে পুরো কমিশনের অবস্থান পরিস্কার। কমিশন চায় এনআইডি ইসিতেই রাখা হোক। তবে কমিশন কোনো বিষয়ে ডিসিশন মেকার নয়।
প্রধান নির্বাচন কমিশনার জানান, ইসি মনে করে না তাদের সঙ্গে আলোচনা না করে এনআইডি নিয়ে কোনো সিদ্ধান্ত নেবে সরকার।
তিনি আরও বলেন, আলাপ আলোচনা হয়েছে। কিভাবে হতে পারে সে আলোচনা হয়েছে। আমরা লিখিত ভাবে সরকারকে জানাবো যে এটা ইসির অধীনে থাকা উচিত। জরুরি ভিত্তিতে জানাবো সরকারকে।
এনআইডি চলে গেলে ভোটার তালিকায় সমস্যা হবে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, সমস্যা হবে। এনআইডিটা ভোটার তালিকার বাই প্রোডাক্ট। এটা তো আগে ছিল না। আস্তে আস্তে যখন ডেভেলপ হলো তখন না এটা হলো। ১৭ বছর ধরে এখানে শ্রম, ঘাম দিয়েছে এখানকার লোকজন। এরাই তো ডেভেলপ করে এই পর্যন্ত এনেছে। নিজেদের কাজের অতিরিক্ত কাজ হিসেবে এটা করেছে। এটা তো একটা নেটওয়ার্ক সারাদেশে ডেভেলড হয়েছে, এক্সপার্ট ডেভেলপ হয়েছে। সার্বিক বিষয় এগুলো নিশ্চয় সরকার বিবেচনায় নেবে বলে আমি বিশ্বাস করি।
কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, আমি চুড়ান্ত সিদ্ধান্তগ্রহণকারী নই এটা বুঝতে হবে। আমি নির্বাচন কমিশনের প্রতিনিধিত্ব করি। আমি ইসির পক্ষে কথা বলতে পারি, ইসির পক্ষে সরকারের কাছে অবস্থান তৈরি করতে পারি। এই টুকু আমি জোরালোভাবেই করব।
এর আগে, বিগত আওয়ামী লীগ সরকার এনআইডি কার্যক্রম ইসির কাছ থেকে সরিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন করতে আইন করেছিল। যদিও সেই সেই আইনটি বাতিল বাতিল করে পৃথক কমিশন করতে চাচ্ছে অন্তর্বর্তী সরকার।
সারাবাংলা/এনএল/ইআ