Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মব জাস্টিস ঠেকাতে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

স্পেশাল করেসপডেন্ট
৬ মার্চ ২০২৫ ১৬:৫৯ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ১৯:২৬

ট্যুরিস্ট পুলিশের প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা: মব জাস্টিস যেন না ঘটে সেজন্য সাংবাদিকদেরও বড় ধরনের ভূমিকা পালন করার জন্য বলেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আমাদের ছেলে-মেয়েদের নিয়ন্ত্রণ করতে মা-বাবা, আত্মীয়-স্বজন যেমন বড় ভূমিকা পালন করে, তেমনি সাংবাদিকদেরও ভূমিকা নিতে হবে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে রাজধানীর তোপখানা রোডে ট্যুরিস্ট পুলিশের প্রধান কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী সব সময় তৎপর আছে। যে জায়গায় মব জাস্টিস হচ্ছে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসছি। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা না ঘটে, সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি।’

গত ছয় মাসেও মব জাস্টিস কমছে না। বাসা-বাড়িতে ঢুকে মব জাস্টিসসহ বিদেশিদের ওপর মব জাস্টিসের মতো হামলার ঘটনা ঘটছে। এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমি দ্বিমত করব না যে হচ্ছে না। তবে যেখানে হচ্ছে সঙ্গে সঙ্গে আইনের আওতায় নিয়ে আসা হচ্ছে। পুলিশের ওপরেও হামলা হচ্ছে। এ ক্ষেত্রে জনগণকে সচেতন করতে হবে। জনগণ এমন উচ্ছৃঙ্খল হয়ে গেলে অনেক সময় কিন্তু সমস্যা হয়। বাহিনী দিয়ে তো সব সময় কন্ট্রোল (নিয়ন্ত্রণ) করা যায় না।’

বাসা-বাড়িতে হুট করে অভিযানের নামে লুটপাতের বিষয়ে প্রশ্ন করা হলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানোর কারও এখতিয়ার নেই।’

হাইওয়েতে গাছ ফেলে ডাকাতি হচ্ছে, সামনে ইদ। কীভাবে নিরাপত্তা দেওয়া হবে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভবিষ্যতে যেন না হয় সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। চাঁদাবাজি ও ছিনতাই যেন না হয় এজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি এবং কার্যক্রম অব্যাহত রাখছি।’

বিজ্ঞাপন

হাইওয়েতে ডাকাতির রেড জোন চিহ্নিত করা হয়েছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ঢাকা থেকে রাজশাহী জোনেই ডাকাতির সংখ্যাটা একটু বেশি, টাঙ্গাইলেও একটুখানি বেশি। ডাকাতি যেন না হয় সেজন্য ওই এলাকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্দেশনা দিয়েছি। তাড়া আগের চেয়ে অনেক তৎপর হচ্ছে।’

ট্যুরিস্ট পুলিশের জনবলের অনেক ঘাটতি রয়েছে। তাদের নিজেদের কোনো থাকার জায়গা নেই, ভাড়া ভবনে থাকে। পাশাপাশি যানবাহনেরও অনেক সমস্যা রয়েছে। এরমধ্যেই ট্যুরিস্ট পুলিশ ভালো কাজ করে যাচ্ছে। আমাদের দেশে ট্যুরিস্ট পুলিশ এক্টিভ (সক্রিয়) হলে বিদেশি ট্যুরিস্ট আমাদের দেশে আসবে। অর্থনীতিতে বড় ধরনের অবদান রাখবে এটি।

সারাবাংলা/ইউজে/এইচআই

জাহাঙ্গীর আলম চৌধুরী ট্যুরিস্ট পুলিশ মব জাস্টিস স্বরাষ্ট্র উপদেষ্টা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর