Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌথবাহিনীর অভিযান
ঢামেকে রোগীর সঙ্গে প্রতারণা, নারীসহ ৩৩ জনের জেল-জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ১৭:৪৯ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ১৯:২৬

যৌথবাহিনীর অভিযানে অর্ধশতাধিক দালাল আটক

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে প্রতারণা ও হয়রানির ঘটনায় অর্ধশতাধিক দালালকে আটক করেছে যৌথবাহিনী। তাদের মধ্যে নারীসহ ৩৩ জনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআইয়ের গোপন তথ্য ও নজরদারীতে এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা জেলার সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যজিস্ট্রেট আফরিন জাহান।

বিজ্ঞাপন

এ সময় হাসপাতাল চত্ত্বর, বিভিন্ন ওয়ার্ড থেকে নারীসদস্যসহ দালাল চক্রকে আটক করা হয়। যারা বিভিন্ন কৌশলে দীর্ঘদিন ধরে রোগীদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে আসছিল।

গোয়েন্দা সূত্র জানান, বেশ কিছুদিন গোয়েন্দা নজরদারিতে রাখার পর যৌথ অভিযান চালানো হয়। এতে অর্ধশতাধিক দালালকে আটক করা হয়েছে। সবার নাম পরিচয় ও সার্বিক তথ্য যাচাই-বাছাই করার পর নারী পুরুষ মিলে ৩৩জনকে সর্বোচ্চ ৩ মাসসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও আর্থিক জরিমানা করা হয়। এরমধ্যে ১৯জন নারী ও ১৪জন পুরুষ।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, দালাল নির্মূলে আমাদের চেষ্টা অব্যাহত আছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী তত্ত্বাবধানে অভিযান চালানো হয়। এতে আটক কয়েকজনকে যাচাই-বাছাই করে ম্যাজিস্ট্রেটদের মাধ্যমে শাস্তি দেওয়া হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের এখানে দৈনিক মজুরিতে নিয়োগপ্রাপ্ত কয়েকজন ও স্থায়ী দুই একজন এসব কাজে জড়িত। তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এরআগে, গত বছরের নভেম্বর মাসে এমন অভিযানে ২১ জনকে আটক করে যৌথবাহিনী। পরে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা /এসএসআর/এসআর

আটক জেল-জরিমানা ঢামেক ঢামেকে প্রতারণা সারবাংলা