Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুরু হলো ৩ দিনব্যপী নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলা

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ১৮:০১

নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলা

ঢাকা: আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বৃহস্পতিবার (৬ মার্চ) থেকে শুরু হলো তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার ফর উইমেন’।

নারী উদ্যোক্তাদের দক্ষতা, সৃজনশীলতা ও অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে রাজধানীর গুলশান শুটিং ক্লাবে এই মেলার আয়োজন করেছে উইমেন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ওয়েব)। মেলায় নারী উদ্যোক্তাদের তৈরি বাহারি হস্তশিল্প, ঐতিহ্যবাহী পোশাক, নকশা করা কাপড়, নান্দনিক গয়না এবং অন্যান্য সৃজনশীল পণ্য প্রদর্শিত হয়েছে।

বিজ্ঞাপন

সংগঠনটির সভাপতি নাসরিন ফাতেমা আউয়াল মিন্টু বলেন, ওয়েব এই মেলার মাধ্যমে তাদের সিলভার জুবিলি উদযাপন করছে। গত ২৫ বছরে সংগঠনটি দেশের হাজারো নারী উদ্যোক্তাকে প্রশিক্ষণ, পরামর্শ ও আর্থিক সহায়তা প্রদান করেছে। এই মেলা নারী উদ্যোক্তাদের জন্য সম্ভাবনাময় নতুন দ্বার উন্মোচন করবে। ক্ষুদ্র থেকে মাঝারিতে সবধরনের পণ্যগুলো প্রমোট করতে চাই। এই নারী উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে চাই। যাতে এই নারী উদ্যোক্তারা প্রত্যেকটা জায়গায় দাঁড়াতে পারে। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে। তাদের কনফিডেন্স বাড়ানোও এই মেলার একটি লক্ষ্য ও উদ্দেশ্য।

তিনি বলেন, ‘নারীরা এগোতে পারছে না। তারা ভালো কাজ করছে। সুন্দর সুন্দর হাতের কাজ করছে। কিন্তু তারা উদ্যোক্তা হিসেবে নিজেদের স্বাবলম্বী করতে পারছে না। অনেক বছর ধরেই আমি এই আয়োজন করতে পারিনি। নতুন করে শুরু করেছি। যাতে এই নারী উদ্যোক্তাদের পণ্যগুলো সারা বিশ্ব দেখে। বাংলাদেশের বাইরে থেকেও যেনো দেখে। যাতে এই নারীদের প্রডাক্ট বিক্রি হয়। এবারের মেলার অন্যতম প্রধান আকর্ষণ ‘জুলাই কর্নার’, যা জুলাই গণ-অভ্যুত্থানে ভূমিকা রাখা নারীদের সম্মানে তৈরি করা হয়েছে। এই কর্নারের মাধ্যমে তাদের সাহসিকতা ও অবদান তুলে ধরা হবে। ’

বিজ্ঞাপন

মেলা চলাকালে নারী ও শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন স্কুলের তিন শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মেলায় রয়েছে ৬৫টি স্টল। এর মধ্যে বিদেশি স্টল রয়েছে ৪টি। মেলা চলবে ৮ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

সারাবাংলা/এফএন/এইচআই

উইমেন এন্ট্রাপ্রেনিউরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নারী উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাণিজ্য মেলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর