অস্থিতিশীল পরিস্থিতিতে চলতি বছর নির্বাচন অনিশ্চিত: রয়টার্সকে নাহিদ
৬ মার্চ ২০২৫ ১৯:৩২ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ২১:১৩
চলতি বছর বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়া কঠিন হতে পারে, কারণ দেশজুড়ে অস্থিরতা এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে মন্তব্য করেছেন নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (৬ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে এ বক্তব্য প্রকাশিত হয়েছে।
গত বছর আগস্টে ব্যাপক ছাত্র আন্দোলনের জেরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। এরপর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। তবে দেশজুড়ে বিক্ষোভ ও সংঘর্ষ অব্যাহত থাকায় নির্বাচনের সময়কাল অনিশ্চিত হয়ে পড়েছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক এবং সাবেক ছাত্রনেতা নাহিদ ইসলাম রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, ‘গত সাত মাসে আমরা প্রত্যাশা করেছিলাম যে স্বল্পমেয়াদী সংস্কারের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের ভূমিকা পুনরুদ্ধার করা সম্ভব হবে। কিছুটা অগ্রগতি হলেও আমাদের প্রত্যাশামতো হয়নি।’
ঢাকার সরকারি বাসভবনে প্রথমবারের মতো এনসিপি প্রধান হিসেবে দেওয়া সাক্ষাৎকারে ২৬ বছর বয়সী এই নেতা বলেন, ‘বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশের ব্যবস্থার মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলে আমি মনে করি না।’
অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করার পর নতুন রাজনৈতিক দল গঠন করেছেন নাহিদ ইসলাম। বিশ্লেষকদের মতে, তার নেতৃত্বাধীন দলটি বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলে আসা রাজনৈতিক সমীকরণ বদলে দিতে পারে। কারণ গত কয়েক দশক ধরে দেশের রাজনীতি মূলত শেখ হাসিনার আওয়ামী লীগ এবং খালেদা জিয়ার বিএনপির দ্বৈরথের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তবে এসব পুরনো দল দ্রুত নির্বাচন চায় এবং বলছে, জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া উচিত।
নাহিদ ইসলাম সাক্ষাৎকারে বলেন, মাত্র এক সপ্তাহ আগে প্রতিষ্ঠিত তার দল নির্বাচনের জন্য প্রস্তুত থাকবে, তবে তার আগে ‘জুলাই বিপ্লব ঘোষণাপত্র’ নিয়ে রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে ঐকমত্য হওয়া জরুরি। এই ঘোষণাপত্রটি জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে এবং গত বছরের সহিংসতায় নিহত ১ হাজার মানুষের প্রতি শ্রদ্ধা জানাবে বলে সরকারের পরিকল্পনা রয়েছে।
‘যদি আমরা এক মাসের মধ্যে ঐক্যমত্যে পৌঁছাতে পারি, তাহলে তাৎক্ষণিকভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করা সম্ভব হবে। কিন্তু যদি আরও বেশি সময় লাগে, তবে নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত’- বলে মন্তব্য করেন নাহিদ ইসলাম।
তিনি আরও জানান, বাংলাদেশের বহু বিত্তশালী ব্যক্তি তাদের দলকে অর্থায়ন করছেন এবং শিগগিরই একটি নতুন কার্যালয় এবং নির্বাচনের জন্য তহবিল সংগ্রহ করতে তারা গণঅর্থায়নের পরিকল্পনা করছেন।
সারাবাংলা/এনজে