ছাত্রীকে হেনস্থা
তদন্ত চলাকালে চাকরিতে থাকবেন না ঢাবির সেই কর্মচারী
৬ মার্চ ২০২৫ ১৯:৪৫ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ২১:১৩
ঢাকা: ঢাকা বিশ্ববদ্যালয়ের এক ছাত্রীকে হেনস্থার ঘটনায় সহকারী প্রক্টর রফিকুল ইসলামকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাবি প্রশাসন। তদন্তকালীন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সহকারী বাইন্ডার অভিযুক্ত মোস্তফা আসিফ অর্নব অব্যাহতিতে থাকবেন বলে জানানো হয়েছে।
তদন্ত প্রতিবেদন সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট তার ব্যাপারে ব্যবস্থা নেবে। বৃহস্পতিবার (৬ই মার্চ) বিকেলে প্রক্টর সাইফুদ্দীন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
তিন তদস্যের তদন্ত কমিটিতে আরও রয়েছেন- সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের ডেপুটি লাইব্রেরিয়ান। তাদের দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সাইফুদ্দীন আহমেদ বলেন, ‘তদন্ত কমিটি ঘটনার ভিডিও ফুটেজ বিশ্লেষণ করবে। ভুক্তভোগী, অভিযুক্ত সবার সঙ্গে কথা বলবে এবং প্রকৃত ঘটনা উদঘাটন করতে যা যা করার তা করবে। তদন্ত প্রতিবেদন পেলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট অভিযুক্তের ব্যাপারে সিদ্ধান্ত নেবে। তদন্ত চলাকালে অভিযুক্ত চাকরিতে থাকতে পারবে না।’
এদিকে সহকারী প্রক্টর রফিকুল ইসলাম বলেছেন, তারা যাবতীয় ঘটনার বিশ্লেষণ শুরু করেছেন। দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হবে।
উল্লেখ্য, গতকাল ঢাবির উদ্যান গেটের পাশে ঢাবির এক নারী শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ ওঠে ঢাবির একই বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীর বিরুদ্ধে। পরবর্তী সময়ে তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় বাদী হয়ে মামলা দায়ের করে।
এদিকে, অর্নবের মামলা খালাসের দাবিতে তৌহিদি-জনতা আন্দোলন শুরু করলে তাকে আদালতে তোলা হয়। আদালত তাকে জামিন দিয়েছেন।
সারাবাংলা/এআইএন/পিটিএম