ঢাকা: পবিত্র রমজানে ভোজ্য তেলের সঙ্কট নিরসনে বিশেষ ছাড়ে ট্রাক সেলের মাধ্যমে তেল বিক্রি শুরু করেছে শীর্ষ তেল সরবরাহকারী মেঘনা গ্রুপ ও সিটি গ্রুপ। ভোজ্য তেলের পাশাপাশি বিশেষ ছাড়ে পোলাও চাল, ডাল, চিনি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যও বিক্রি করা হচ্ছে ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার আহ্বানে সাড়া দিয়ে এই কার্যক্রম চালু করেছে প্রতিষ্ঠান দুটো। বৃহস্পতিবার (৬ মার্চ) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক।
ডিসি জাহিদুল ইসলাম বলেন, দেশের ভোজ্য তেলের শীর্ষ প্রতিষ্ঠানগুলো কারখানা আমাদের নারায়ণগঞ্জ জেলায় অবস্থিত। তাই আমার জেলায় তেলসহ কোন নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট আমি মানবো না কোনভাবেই। বাজার সিন্ডিকেটের হাত অনেক লম্বা, কিন্তু সরকারের হাত আরো বেশি লম্বা।
তিনি বলেন, নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ থেকে দেশের ৪২টা জেলায় নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয়। পাইকারি ব্যবসায়ীরা আমাকে অনুরোধ করেছিলেন ভোজ্য তেলের সরবরাহটা যেন আমি নিশ্চিত করার ব্যবস্থা করি। বাকি পণ্য সরবরাহ নিশ্চিত করতে তারা জেলা প্রশাসকের পাশে থাকবেন।
তিনি জানান, গত ৩ মার্চ ভোজ্য তেল কারখানা মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে ট্রাক সেলের মাধ্যমে তেল বিক্রির আহ্বান জানানো হয়। মেঘনা গ্রুপ ইতোমধ্যে সে উদ্যোগ নিয়েছে এবং প্রতিদিন ২ টনের বেশি তেল বিক্রি করছে। সিটি গ্রুপও একই কার্যক্রম শুরু করেছে আজ থেকেই। এতে বাজারে ভোজ্য তেলের সংকট কমবে বলে আশা করছি।
মেঘনা গ্রুপের জিএম সরকার ফরহাদ আহমেদ বলেন, “পুরো রমজানজুড়ে ট্রাকের মাধ্যমে বিশেষ ছাড়ে ভোগ্যপণ্য বিক্রি করা হবে। প্রতিদিন ২ টন ১২ কেজি ভোজ্যতেল ট্রাকের মাধ্যমে বিক্রি করা হবে।”
সিটি গ্রুপের রিজিওনাল সেলস ম্যানেজার মো: সাইফুল আরেফিন বলেন, “আমরা খানপুর থেকে শুরু করলাম আজ। প্রতিটি এলাকায় দুইদিন করে ট্রাক সেল হবে। এভাবে পুরো রমজানমাসব্যাপি বিশেষ ছাড় মূল্যে আমরা ভোজ্যতেলসহ একাধিক নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করবো।”