‘৫ আগস্ট গণঅভ্যুত্থান ছিল হাসিনার বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ’
৬ মার্চ ২০২৫ ২০:০৮ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ২১:১২
ঢাকা: ৫ আগস্ট গণঅভ্যুত্থান ছিল হাসিনার বিরুদ্ধে জনগণের ক্ষোভের বিস্ফোরণ— এমনটিই মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের সম্মানে আয়োজিত বিএনপির ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘৫ই আগস্ট গণঅভ্যুত্থান প্রকৃতপক্ষে ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে জনগণের দীর্ঘস্থায়ী ক্ষোভের বিস্ফোরণ ছিল। জুলাই-আগস্ট আন্দোলন হঠাৎ করে আবির্ভূত হয়নি। বরং এটি ছিল বাংলাদেশের গণতন্ত্রপ্রেমী জনগণের দীর্ঘস্থায়ী সংগ্রামের অংশ। বিএনপি এবং অন্যান্য গণতন্ত্রপন্থী দলগুলি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। এই বিদ্রোহ সমগ্র জাতির সামগ্রিক স্বাধীনতার প্রতিনিধিত্ব করে।’’
কূটনীতিকদের উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনারা জানেন যে, জাতিসংঘের একটি স্বাধীন তদন্তে জানা গেছে, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে নারী ও ১১৮ শিশুসহ প্রায় ১,৪০০ জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ আন্দোলনে বিএনপির কমপক্ষে ৫২৩ জন কর্মী জীবন উৎসর্গ করেছেন। এছাড়াও, গত দেড় দশকে হাজার হাজার বিএনপি কর্মী নিহত হয়েছেন, হাজার হাজার নেতা জোরপূর্বক গুম এবং ক্রসফায়ারের শিকার হয়েছেন এবং বিএনপির ৬০ লাখের বেশি নেতাকর্মীকে মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় ফাঁসানো হয়েছে।’’
মির্জা ফখরুল বলেন, ‘‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণতন্ত্র, জবাবদিহিতা, আইনের শাসন, সুশাসন, ন্যায়বিচার এবং মানবতা সমুন্নত রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্র এবং উদার বাণিজ্য অংশীদারিত্বের মাধ্যমে সম্মিলিত অগ্রগতি নিশ্চিত করতে আমরা আমাদের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাই এবং আগামী দিনে আমরা আরও বেশি যোগাযোগ বৃদ্ধির জন্য উন্মুখ।’’
তিনি বলেন, ‘‘আমরা আরও নিশ্চিত করতে চাই যে, বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল তার জনগণই নির্ধারণ করবে। আমরা আশা করি যে বন্ধু রাষ্ট্র এবং অংশীদাররা গণতন্ত্রের সম্মিলিত বিকাশের জন্য আমাদের ‘সার্বভৌমত্ব’ এবং আন্তর্জাতিক নিয়মগুলিকে সম্মান করবে। বাংলাদেশের জনগণ ভয়, নিপীড়ন এবং রাজনৈতিক অনিশ্চয়তামুক্ত একটি ভবিষ্যতের কথা চিন্তা করছে এবং একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে দ্রুত প্রত্যাবর্তনে আশা করছে।’’
মির্জা ফখরুল বলেন, ‘‘পবিত্র রমজান মাসের চেতনা সারা বছর ধরে আমাদের কর্মে প্রতিফলিত হোক। আসুন আমরা সকলে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ এবং করুণাময় বিশ্বের জন্য কাজ করি, যেখানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুখে বসবাস করতে পারবে।’’
কূটনীতিকদের সম্মানে আয়োজিত এ ইফতার মাহফিলে সংস্কার কমিশনের ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য, ডক্টর বদিউল আলম মজুমদার, কামাল আহমেদ, ডক্টর তোফায়েল আহমেদ, ডাক্তার জাহিদুর রহমান এবং প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী মনির হায়দার অংশ নেন।
এ ছাড়া ড. মাহবুব উল্লাহ, শফিক রেহমান, ডক্টর শাহিদুজ্জামান, মেজর জেনারেল মনিরুজ্জামান, ড. বোরহান উদ্দিন ও জন রোজারিও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
সারাবাংলা/এজেড/এসআর
৫ আগস্ট গণঅভ্যুত্থান বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শেখ হাসিনা সারাবাংলা হাসিনার বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ