Saturday 10 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাইফ সাপোর্টে ঢাবির সাবেক ভিসি আরেফিন সিদ্দিক

ঢাবি করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ২০:২৮ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ২৩:৩৮

ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক রাজধানীর বারডেম হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে ইফতার কিনতে গিয়ে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যান।

এ বিষয়ে তার ভাই সারাবাংলাকে বলেন, ঢাকা ক্লাবের বেকারিতে ইফতারের জন্য খাবার অর্ডার দেওয়ার সময় তিনি পড়ে যান। ক্লাবের স্টাফ ও ড্রাইভার মিলে তাকে হাসপাতালে নিয়ে আসেন।

সরেজমিনে দেখা যায়, তিনি বর্তমানে লাইফ সাপোর্টে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা কিছুটা আশঙ্কায়।

আরেফিন সিদ্দিক ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ পান। ২০১৭ সালে পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর নেন । ওই বছরের জুলাইয়ে তাকে বাংলাদেশ সংবাদ সংস্থার পরিচালনা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়।

সারাবাংলা/এআইএন/এইচআই

আরেফিন সিদ্দিক ঢা‌বি সাবেক ভিসি আরেফিন সিদ্দিক