ঢাবির ভর্তি পরীক্ষায় ‘খ’ ইউনিটে প্রথম হলেন যারা
ঢাবি করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ২১:৫৯
৬ মার্চ ২০২৫ ২১:৫৯
ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে’র ফলাফল প্রকাশ হয়েছে। মানবিক বিভাগ থেকে প্রথম হয়েছেন সাইফা বিনতে ওয়ারিশ, বিজ্ঞান বিভাগ থেকে কে এ এইচ এম তাহমিদ ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার (৬ মার্চ) ঢাবির ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
ওয়েবসাইটের তথ্যমতে, এ বছর ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষায় ১ লাখ ১৪ হাজার ৯০৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে ভর্তিযোগ্য শিক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৩১০ জন। পাসের হার ৯ দশমিক ৮৫ শতাংশ। এই ইউনিটে মোট আসন সংখ্যা রয়েছে ২ হাজার ৯৩৪টি।
সারাবাংলা/এআইএন/এইচআই