বগুড়ায় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৬ মার্চ ২০২৫ ২২:০৭
বগুড়া: বগুড়ায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) বিকেলে ছাত্র ইউনিয়ন কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সিপিবি বগুড়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম।
সাজেদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন সিপিবি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আমিনুল ফরিদ, হাসান আলী শেখ, শাহনিয়াজ কবির খান পাপ্পু, লিয়াকত আলী কাক্কু, ফিরোজ আকতার পলাশ, শুভ শংকর গুহ রায় বাবুন, সাইদুর রহমান পারভেজ ও বায়োজিদ রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে অনন্য ভূমিকা রেখেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। সিপিবি নেতাকর্মীরা ঐতিহাসিক রাজনৈতিক সকল আন্দোলন-সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন। জেল-জুলুম, হুলিয়া-নির্যাতন মোকাবিলা করেছেন। বৈষম্যহীন সমাজ, মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই-আগস্ট এর গণ-অভ্যুত্থানের জন-আকাঙ্ক্ষা বাস্তবায়নে সিপিবি লড়াই-সংগ্রাম অব্যাহত রেখেছে।’
তারা আরও বলেন, ‘সিপিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে সমাজতন্ত্র-সাম্যবাদী সমাজব্যবস্থা ছাড়া গরিব মেহনতি মানুষের মুক্তি নেই।’
প্রসঙ্গত, ১৯৪৮ সালের ৬ মার্চ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রতষ্ঠা লাভ করে।
সারাবাংলা/এসআর
কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠাবার্ষিকী বগুড়া সিপিবি সিপিবি’র ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী