Thursday 06 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ মার্চ ২০২৫ ২৩:৩০ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ২৩:৩২

নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন। ছবি: সারাবাংলা

নীলফামারী: নীলফামারী মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে ও স্থায়ী ক্যাম্পাস স্থাপনের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকাবাসী। হাজারো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বক্তারা অবিলম্বে কলেজের স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবি জানান।

বৃহস্পতিবার (৬ মার্চ) বেলা ১১টা থেকে নীলফামারী চৌরঙ্গি মোড় চত্বরে অনুষ্ঠিত এই মানববন্ধনে কয়েক হাজার মানুষ অংশ নেন। নীলফামারী জেলাবাসীর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে রাজনৈতিক নেতা, আইনজীবী, শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ একত্রিত হন।

বিজ্ঞাপন

জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার, জজ কোর্টের জিপি আবু মো. সোয়েম, বার কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, অ্যাডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আহমেদ রায়হান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সৈয়দ মেহেদী হাসান আশিকসহ আরও অনেকে।

বক্তারা নীলফামারী মেডিকেল কলেজ সরানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানান এবং বলেন, এ ধরনের উদ্যোগ জনগণের স্বার্থবিরোধী। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নীলফামারী থেকে মেডিকেল কলেজ সরানোর চেষ্টা করা হলে জেলাবাসী আরও বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।

বক্তারা আরও বলেন, এলাকায় চিকিৎসা শিক্ষার সুযোগ বাড়াতে মেডিকেল কলেজ বন্ধ না করে বরং এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা দরকার।

অভিভাবক ও শিক্ষার্থীরা বলেন, নীলফামারী মেডিকেল কলেজে পর্যাপ্ত শিক্ষক ও চিকিৎসক থাকলেও কেন বন্ধের পরিকল্পনা করা হচ্ছে, তা আমাদের বোধগম্য নয়। একটি মেডিকেল কলেজ বন্ধ করলেই কি সমস্যার সমাধান হবে? বরং এর স্থায়ী ক্যাম্পাস দ্রুত নির্মাণ করা উচিত।

বিজ্ঞাপন

নীলফামারী মেডিকেল কলেজের কার্যক্রম চালু রাখা এবং দ্রুত স্থায়ী অবকাঠামো নির্মাণের দাবিতে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি হস্তান্তর করেন আন্দোলনকারীরা।

সারাবাংলা/পিটিএম

নীলফামারী মেডিকেল কলেজ মানববন্ধন স্মারকলিপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর