পৌর আওয়ামী লীগ নেতা এখন কৃষক দলের আহ্বায়ক!
৬ মার্চ ২০২৫ ২৩:৪৮ | আপডেট: ৬ মার্চ ২০২৫ ২৩:৫৪
পাবনা: পাবনার বেড়া পৌরসভার সাবেক কাউন্সিলর আলমগীর হোসেন। ছিলেন পৌর আওয়ামী লীগের সদস্য। ৫ আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর হয়েছেন জাতীয়তাবাদী কৃষকদল বেড়া পৌর শাখার আহ্বায়ক।
গত ১৬ ফেব্রুয়ারি জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা শাখার সভাপতি আবুল হাসেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিপ ৫১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী কৃষক দল বেড়া পৌর শাখার আহবায়ক কমিটি অনুমোদন করেন। ওই কমিটির আহবায়ক করা হয়েছে আলমগীর হোসেনকে।
একাধিক সূত্র জানায়, ২০১৯ সালে আওয়ামী লীগ বেড়া পৌর শাখার ৭ নম্বর ওয়ার্ডের ত্রি-বাষিক সন্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলন প্রস্তুত কমিটির অন্যতম সদস্য ছিলেন আলমগীর হোসেন। এ ছাড়াও তিনি পৌর আওয়ামী লীগের রাজনীতিতে ছিলেন সংক্রিয়। পৌর মেয়র আসিফ শামস রঞ্জনের সঙ্গে তার ছিল ঘনিষ্ঠ সর্ম্পক।
আলমগীর হোসেনের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। সেখানে দেখা যায় বিভিন্ন দিবসে শেখ মুজিবের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানাচ্ছেন। এ ছাড়াও, পাবনা-১ আসনের সাবেক সংসদ সদস্য শামসুল হক টুকু ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার পর ঢাকায় তাকে শুভেচ্ছা জানাতে সংসদ ভবনে যান।
এ বিষয়ে আলমগীর হোসেন জানান, তিনি ২০০১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত স্বেচ্ছাসেবক দল বেড়া পৌর শাখার সভাপতি ছিলেন। সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য হিসেবে নাম থাকার বিষয়ে তিনি বলেন, ‘একটি পক্ষ ভুয়া কাগজ বানিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছিল। আর শেখ মুজিবের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানোর বিষয়ে বলেন, যেহেতু আমি কাউন্সিলর ছিলাম, সেহেতু রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে যেতে হয়েছে।
জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসিপ বলেন, ‘বিষয়টি জেনেছি। আমি ও সভাপতি আলোচনা করে সিদ্ধান্ত নেব। এ ধরনের কিছু হয়ে থাকলে কমিটি বাতিল হবে।’
জাতীয়তাবাদী কৃষক দল পাবনা জেলা শাখার সভাপতি আবুল হাসেম বলেন, ‘বিএনপি যখন ক্ষমতায় ছিল সে সময় আলমগীর হোসেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এমন কোনো কিছু আমার জানা নেই।’
এদিকে জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন, ‘আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন- এমন কোন লোক কমিটিতে থাকলে অবশ্যই সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। আমি পাবনা গিয়ে বিষয়টি নিয়ে আলোচনা করব।’
সারাবাংলা/পিটিএম