Sunday 09 Mar 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নর্থ সাউথের ঘটনা তদন্তে ছাত্রদলের তদন্ত কমিটি

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ মার্চ ২০২৫ ১০:৪৭

ঢাকা: সম্প্রতি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে সংঘটিত ঘটনা তদন্তে ‘তদন্ত কমিটি’ গঠন করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

বৃহস্পতিবার (৬ মার্চ) গভীর রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ তথ্য জানান ছাত্রদলের দফতর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।

বিবৃতিতে বলা হয়, গত ৫ মার্চ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিলক্ষিত হয়। উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার তদন্তের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া ও সহ-সভাপতি জহির রায়হান আহমেদের সমন্বয়ে দুই সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সুষ্ঠু তদন্ত পূর্বক আগামী ৪৮ ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় সংসদ বরাবর লিখিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হল।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশ দিয়েছেন— বলা হয় ওই বিবৃতিতে।

উল্লেখ্য, ৫ মার্চ সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম বসুন্ধরা এলাকায় গেলে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী বিক্ষোভ প্রদর্শন করে। পরে গুঞ্জন ওঠে ওই ছাত্রদের মধ্যে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতারা ছিলেন।

সারাবাংলা/এজেড/এনজে

ছাত্রদল তদন্ত কমিটি নর্থ সাউথ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর